ঢাকার বাড্ডায় ব্যাটারিচালিত রিকশাচালককে হত্যা

লাশপ্রতীকী ছবি

রাজধানীর বাড্ডা থানার আফতাবনগর এলাকায় আবদুস সালাম (৬৫) নামের এক ব্যাটারিচালিত অটোরিকশাচালক খুন হয়েছেন। তাঁর রিকশাটিও পাওয়া যাচ্ছে না। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত আবদুস সালামের ভাতিজা মো. সুজন বলেন, তাঁর চাচা পাঁচ দিন আগে গ্রাম থেকে ঢাকায় রিকশা চালাতে এসেছেন। সন্ধ্যায় মেরুল বাড্ডায় গ্যারেজ থেকে রিকশা নিয়ে বের হয়েছিলেন।

হাসপাতাল সূত্র জানায়, আবদুস সালামের বাড়ি শেরপুর সদর উপজেলার যুগনিবাগ গ্রামে। তাঁর বাবার নাম মকবুল হোসেন।

সুজনের অভিযোগ, আফতাবনগর চায়না প্রজেক্ট এলাকা থেকে যাত্রীবেশে ছিনতাইকারীরা তাঁর চাচার গাড়িতে ওঠে। কিছুদূর গিয়ে দুর্বৃত্তরা রড দিয়ে তাঁর চাচার মাথায় আঘাত করে। এরপর রাস্তায় ফেলে রেখে রিকশা নিয়ে পালিয়ে যায়। পরে খবর পেয়ে তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহফুজুল হাসান ফারুক বলেন, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। অটোরিকশা ছিনতাই করতে গিয়ে তাঁকে খুন করা হয়েছে, নাকি অন্য কোনো কারণ রয়েছে, সেটা তদন্ত করে দেখা হচ্ছে।