‘আগুনে দোকান পুড়ে গেছে, আমার স্বপ্ন শেষ’
গতকাল শুক্রবার দিবাগত রাত দুইটায় রাজধানীর নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় দোকান বন্ধ করে বাসায় ফিরে যান ব্যবসায়ী মনির হোসেন। তবে ভোরে খবর পান, মার্কেটে আগুন লেগেছে। সঙ্গে সঙ্গে দোকানের সামনে চলে আসেন মনির হোসেন। দেখতে পান, মার্কেটের তৃতীয় তলায় আগুন জ্বলছে। এ দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি।
মনির হোসেন প্রথম আলোকে বলেন, ‘আগুনে আমার দোকান পুড়ে গেছে। আমার স্বপ্ন শেষ।’ তিনি জানান, নিউ সুপার মার্কেটের তৃতীয় তলায় আদিতা ফ্যাশনের লাগোয়া তাঁর দোকান। তাঁর দাবি, দুই দিন আগে তিনি পাঁচ লাখ টাকার মালামাল তুলেছেন। কিন্তু আগুন তাঁর দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
কেবল মনির নন, তাঁর মতো অনেকের দোকান আগুনে পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের অনেকে কান্নায় ভেঙে পড়ছেন। আগুনে চারটি দোকান পুড়েছে আবু সাঈদের। গতকাল রাত আড়াইটার সময় হাবিব ফ্যাশন দোকান বন্ধ করে বাসায় ফিরে যান। আজ শনিবার সকাল সাড়ে ছয়টায় আগুন লাগার খবর পেয়ে চলে আসেন দোকানে। দেখতে পান, তাঁদের চারটি দোকান আগুনে পুড়ে গেছে।
ব্যবসায়ী আবু সাঈদ প্রথম আলোকে বলেন, ‘আমাদের চারটি দোকান আগুনে পুড়ে গেছে। সব মালামাল আগুনে পুড়ে ছাই হয়েছে। এখন আমরা কী করব?’
ঢাকা নিউ সুপার মার্কেটের তৃতীয় তলার অন্তত ১০ জন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী প্রথম আলোকে বলেন, রাত দুইটার পর দোকান বন্ধ করে তাঁরা বাসায় যান। ভোরবেলা আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখেন আগুন জ্বলছে।
আরও পড়ুন
নিউ সুপার মার্কেটে আগুন, চারপাশে শুধু ধোঁয়ার কুণ্ডলী
নিউ সুপার মার্কেটের দ্বিতীয় তলাতেও ছড়িয়েছে আগুন
আজ ভোর চারটার দিকে দোকান বন্ধ করে বাসায় ফেরেন লিংকিং পার্ক দোকানের মালিক রবিন। তিনি প্রথম আলোকে বলেন, দোকান বন্ধ করে বাসায় যাওয়ার পর আগুন লেগেছে। তিনি আরও বলেন, ক্যাশে ছয় লাখ টাকা রেখে বাসায় যান। ঈদ উপলক্ষে দোকানে মাল তুলেছিলেন অন্তত ১০ লাখ টাকার।
ব্যবসায়ীদের ভাষ্য, রাতে তৃতীয় তলা লাগোয়া একটি পদচারী–সেতু ভাঙার কাজ চলেছে। ভোরে তাঁরা আগুন লাগার খবর পান।
রাজধানীর নিউ সুপার মার্কেটে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট। তিনতলা ভবনটির চারপাশে ধোঁয়ার কুণ্ডলী বের হচ্ছে। ফায়ার সার্ভিস সদস্যদের সাহায্য করছেন সেনাবাহিনী, বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তিন ঘণ্টা পার হলেও এখনো আগুন নিয়ন্ত্রণে আসেনি।
আজ ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। এরপর একে একে ১৮টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। পরে পাঁচটি ইউনিট যোগ দেয়। আগুন নিয়ন্ত্রণে না আসায় পরে আরও পাঁচটি ইউনিট সেখানে যোগ দেয়।
এর আগে সম্প্রতি রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুনে পাঁচ হাজার দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। বঙ্গবাজারের দোকান পুড়ে ছাই হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছেন কয়েক হাজার ব্যবসায়ী।