জাতীয় প্রেসক্লাবের সামনে দুই বাসে আগুন

আজ রাত সাড়ে আটটার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে দুটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছবি: সংগৃহীত

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আজ মঙ্গলবার রাতে দুটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হননি। আগুন লাগার কারণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষে কর্তব্যরত কর্মকর্তা মো. শাহজাহান হোসেন প্রথম আলোকে বলেন, আজ রাত সাড়ে আটটার দিকে জাতীয় প্রেসক্লাবের সামনে দুটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটে। পুলিশ সদর দপ্তর থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ১০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার পর দুটি বাস থেকে যাত্রীরা নিরাপদে নেমে যেতে সক্ষম হন। তাই কেউ হতাহত হননি।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানান, আগুন লাগার কারণ জানা যায়নি। আগুনে বাস দুটির আংশিক পুড়ে গেছে। বাস দুটি ট্রান্স সিলভা পরিবহনের।

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনকে ঘিরে আজ ও গতকাল সোমবার দেশের বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে আজ ঢাকা, চট্টগ্রাম ও রংপুরে সংঘর্ষে ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কয়েক শ।