ডেঙ্গুতে এক দিনে আরও ১ জনের মৃত্যু
দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। গতকাল ডেঙ্গুতে কেউ মারা যাননি। এ নিয়ে ডিসেম্বরের ১৬ দিনে ডেঙ্গুতে ৬১ জনের মৃত্যু হলো। আর চলতি বছর এখন পর্যন্ত এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫৪৯ জনের।
আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। সর্বশেষ ডেঙ্গুতে মারা যাওয়া ব্যক্তি ময়মনসিংহের বাসিন্দা।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, আজ সকাল ৮টা পর্যন্ত সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে চট্টগ্রাম বিভাগে সর্বোচ্চ ২৫ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ২৩, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২১, ঢাকা বিভাগে ২০, ময়মনসিংহ বিভাগে ৭, খুলনা বিভাগে ৬, বরিশাল বিভাগে ২, রাজশাহী বিভাগে ২ ও সিলেট বিভাগের হাসপাতালে ১ জন ভর্তি হয়েছেন।
চলতি বছর ঢাকাসহ সারা দেশে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৯৮ হাজার ৯৮৪ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গত বছর ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। আর মৃত্যু হয় ১ হাজার ৭০৫ জনের। চলতি বছর দেশে ডেঙ্গুতে সবচেয়ে বেশি মানুষ মারা যান গত নভেম্বরে, ১৭৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, এ বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি ২০ হাজার ৮৭২ রোগী ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোয় ভর্তি হয়েছেন। এরপর ঢাকা বিভাগের (ঢাকার দুই সিটি করপোরেশন বাদে) বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে ১৮ হাজার ২৬৭ জন ভর্তি হয়েছেন। আর তৃতীয় সর্বোচ্চ ১৭ হাজার ৪৭৩ ডেঙ্গু রোগী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
অপর দিকে এ বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি ২৩১ রোগীর মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোয়। এরপর ঢাকা উত্তর সিটি করপোরেশনের হাসপাতালগুলোয় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে ১০১ জনের ও বরিশালে ৫৮ জনের।