উত্তরায় সড়কে পড়ে ছিলেন মোটরসাইকেল আরোহী দম্পতি, হাসপাতালে মৃত্যু
রাজধানীর উত্তরায় গতকাল সোমবার রাতে আহত অবস্থায় সড়কে পড়ে ছিলেন মোটরসাইকেল আরোহী এক নারী ও পুরুষ।
দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয় পুলিশ। হাসপাতালে গতকাল রাতে মারা যান নারী, আজ মঙ্গলবার সকালে মারা যান পুরুষ।
মারা যাওয়া দুজন হলেন আবদুর রহমান ওরফে রাব্বি (৩২) ও তাঁর স্ত্রী কারিমা আক্তার ওরফে মিম (৩০)।
উত্তরা পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) জসিম উদ্দিন দেওয়ান আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের বলেন, দিবাগত রাত আড়াইটার দিকে উত্তরার বিএনএস সেন্টারের উল্টো পাশের সড়কে দুজনের পড়ে থাকার খবর পায় পুলিশ। ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, একজন নারী ও একজন পুরুষ সড়কে আহত অবস্থায় পড়ে আছেন। তাঁদের পাশেই একটি মোটরসাইকেল। পরে দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁদের নাম–পরিচয় জানা যায়। গত রাতে হাসপাতালে মারা যান কারিমা। আজ সকালে মারা যান আবদুর রহমান।
জসিম উদ্দিন বলেন, ঘটনাটি কীভাবে ঘটেছে, সেটি নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার কোনো প্রত্যক্ষদর্শী পাওয়া যায়নি। তবে এটি সড়ক দুর্ঘটনা হতে পারে।
স্বজনদের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, বন্ধুর জন্মদিন উদ্যাপনে এই দম্পতি টাঙ্গাইল থেকে টঙ্গীর কলেজ গেট এলাকায় এসেছিলেন। রাতে বন্ধুদের সঙ্গে রেস্তোরাঁয় খেতে তাঁরা ঢাকায় গিয়েছিলেন।