২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

‘এখন শুধু ভাইয়ের লাশ নিয়ে বাড়ি ফিরতে চাই’

আগুন লাগার ঘটনায় নিহত হোটেলকর্মী স্বপন সরকারের বড় ভাই সজল সরকার
ছবি: প্রথম আলো

রাজধানীর চকবাজারের দেবীদাস ঘাট লেনে ভবনে অগ্নিকাণ্ডে নিহত ব্যক্তিদের স্বজনেরা আজ মঙ্গলবার সকালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গের সামনে অপেক্ষা করছেন। লাশ হস্তান্তরের জন্য অপেক্ষা করছেন তাঁরা।

আগুন লাগার ঘটনায় নিহত হোটেলকর্মী স্বপন সরকারের বড় ভাই সজল সরকার গণমাধ্যমের কর্মীদের বলেন, ‘এখন শুধু ভাইয়ের লাশ নিয়ে বাড়ি ফিরতে চাই।’

মর্গের সামনে স্বজনদের অপেক্ষা
ছবি: প্রথম আলো

গতকাল সোমবার রাতে লাশ উদ্ধারের পর থেকে হাসপাতালে আছেন স্বজনেরা। আকুতি জানাচ্ছেন যেন দ্রুত লাশ হস্তান্তর করা হয়। ঘটনার সুষ্ঠু তদন্তও দাবি করেছেন নিহত ব্যক্তিদের স্বজনেরা।

হাসপাতালে গিয়ে দেখা যায়, নিহত ছয়জনের পরিবারের সদস্যরা লাশ নেওয়ার অপেক্ষায় বসে আছেন। একটু পরপর প্রিয়জনের স্মৃতিচারণা করে আহাজারি করছেন তাঁরা।

ঘটনাস্থলে উপস্থিত হাসপাতালের কর্মীরা বলছেন, এখন পর্যন্ত ময়নাতদন্ত না হওয়ায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা সম্ভব হচ্ছে না। এ ছাড়া কর্তৃপক্ষের সিদ্ধান্তের জন্য অপেক্ষায় থাকতে হবে। লাশের ডিএনএ সংগ্রহ করা হতে পারে।

আরও পড়ুন

রাজধানীর চকবাজারের দেবীদাস ঘাট লেনে গতকাল বেলা ১১টার দিকে একটি তিনতলা ভবনে আগুন লাগে। ভবনের নিচতলায় থাকা বরিশাল হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই তা তিনতলা ভবনটিতে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সরকারি ছুটির দিন হওয়ায় তৃতীয় তলায় থাকা প্লাস্টিক কারখানায় তেমন শ্রমিক ছিলেন না। আর যাঁরা ছিলেন, তাঁরা বের হয়ে আসতে পেরেছিলেন। তবে দোতলায় থাকা বিশ্রামাগারে বরিশাল হোটেলের কয়েকজন কর্মী বিশ্রাম নিচ্ছিলেন। সেই বিশ্রামাগার থেকে একে একে ছয়জনের লাশ উদ্ধার হয়েছে।