বসুন্ধরা সিটির সামনে ফুটপাতের দোকানে হামলা, ককটেল-পেট্রলবোমা নিক্ষেপ

হামলার খবর শুনে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। ঢাকা, ২৫ ডিসেম্বরছবি: প্রথম আলো

রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটি শপিং সেন্টারের সামনের ফুটপাতের অস্থায়ী দোকানে সন্ত্রাসী হামলা হয়েছে। বুধবার রাত সোয়া নয়টার দিকে ১০–১২ জন ব্যক্তি এসে ফুটপাতের অস্থায়ী দোকানগুলো লক্ষ্য করে ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপ করে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

ফুটপাতের ব্যবসায়ী আনোয়ার প্রথম আলোকে বলেন, বসুন্ধরা সিটি থেকে সার্ক ফোয়ারার দিকে আসার পথের ফুটপাতের দোকানগুলোতে হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। মূলত চাঁদা না পেয়ে তাঁরা এই হামলা করেছে। পেট্রলবোমা নিক্ষেপের কারণে কোনো দোকানে আগুনও লেগেছে। কয়েকটি চায়ের দোকানে ভাঙচুর চালানো হয়েছে।

আনোয়ার বলেন, ১৫–২০ দিন আগে কিছু লোক এসে চাঁদা দাবি করেছিলেন। তাঁদের একজন মালয়েশিয়ার একটি নম্বর দিয়ে বলেছিলেন, কোনো সমস্যা হলে ওই নম্বরে ফোন করে জানাতে। পরে তাঁরা চাঁদা দাবি করেন। তবে ফুটপাতের ব্যবসায়ীরা চাঁদা দেননি। এর জেরেই এই হামালার ঘটনা ঘটতে পারে।

রাত ১১টার দিকে ঘটনাস্থলে পুলিশের একটি দলকে পরিদর্শন করতে দেখা যায়। পুলিশের তেজগাঁও থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল জান্নাত শাহ প্রথম আলোকে বলেন, হামলার খবর পেয়ে পুলিশের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তাঁরা বিষয়টি খোঁজ নিয়ে দেখছেন।