রাজধানীতে কাগজের বান্ডিল পড়ে শ্রমিক নিহত
রাজধানী মতিঝিলের ফকিরাপুলে ছাপা কারখানায় ওপর থেকে একটি কাগজের বান্ডিল পড়ে মো. তুষার (১৮) নামের এক তরুণ নিহত হয়েছেন। শুক্রবার বিকেল সাড়ে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির খালাতো ভাই মো. রাসেল মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ঘটনার সময় কারখানায় ঘুমিয়ে ছিলেন তুষার। অন্যরা ছিলেন বাইরে। তখন কাগজের একটি বান্ডিল তুষারের ওপর পড়ে। এতে গুরুতর আহত হয়ে অচেতন হয়ে পড়েন তিনি। পরে কারখানার মালিক দোকানে গিয়ে তাঁর নাম ধরে ডাকাডাকি করে কোনো সাড়া পাচ্ছিলেন না। পরে শ্রমিকদের ঘুমানোর জায়গায় গিয়ে দেখতে পান কাগজের নিচে অচেতন হয়ে পড়ে আছেন তুষার। পরে মতিঝিল থানা-পুলিশের সহযোগিতায় সেখান থেকে তাঁকে উদ্ধার করে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মৃতদেহটি কলেজের মর্গে রাখা হয়েছে। তুষারের বাড়ি মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার কাঞ্চনপুর গ্রামে। তাঁর বাবার নাম ইসলাম গায়েন। তুষার ফকিরাপুল এলাকায় সেবা পেইন্টিং প্রেসের কারখানায় কাজ করতেন।