নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে এখনো তালা, পুলিশের অবস্থান
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এখনো তালাবদ্ধ রয়েছে। ২৮ অক্টোবরে বিএনপি ও পুলিশের মধ্যে সংঘর্ষের পর ৯ দিন ধরে কার্যালয়ের সামনে পুলিশ অবস্থান করছে।
আজ সোমবার সকাল ১০টার দিকে কার্যালয়ের সামনে এ পরিস্থিতি দেখা গেছে। ৯ দিন ধরে কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলছে।
বিএনপির ডাকা দ্বিতীয় দফা অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন আজ। সকাল ৯টার দিকে গিয়ে দেখা যায়, বিএনপির কার্যালয়ের সামনের সড়কে রিকশা, মোটরসাইকেল ও সিএনজিচালিত অটোরিকশা চলছে। তবে অন্যান্য দিনের তুলনায় কম। ব্যক্তিগত গাড়ি ও গণপরিবহনের চলাচলও কম। কার্যালয়ের সামনের সড়কে লোহার ব্লক (প্রতিবন্ধক) এনে সড়কের পাশে রাখা হয়েছে।
বিএনপির কার্যালয়ের সামনে ভ্যানে ডাব বিক্রি করেন মো. ওয়ালীউল্লাহ। তিনি বলেন, ২৮ অক্টোবরের পর থেকে পার্টি অফিস বন্ধ। লোকজনও আসে না, খুলেও না।
পুলিশ সূত্র জানায়, বিএনপির কার্যালয়ের সামনে প্রতিদিন ৫৪ পুলিশ সদস্য দিন ও রাতে দায়িত্ব পালন করছেন।