পূর্বাচলের ৩০০ ফিট সড়কে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২
রাজধানীর খিলক্ষেত থানা এলাকার পূর্বাচলের ৩০০ ফিট সড়কে ট্রাকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
আজ শুক্রবার ভোর পৌনে চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় একজন আহত হয়েছেন।
খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম জানান, নিহত দুজন হলেন সজীব হোসেন (৩৫) ও রোমান (৩৩)। আহত ব্যক্তির নাম দ্বীন মোহাম্মদ (৩৫)।
নিহত সজীব বংশালের নবাব কাটারা এলাকার বাসিন্দা ছিলেন। নিহত রোমানের বিস্তারিত পরিচয় এখনো পাওয়া যায়নি।
এসআই শহিদুলের ভাষ্য, দুর্ঘটনাটি ঘটে খিলক্ষেতের মাস্তুল এলাকার ৩০০ ফিট সড়কে। মোটরসাইকেলটিতে চালকসহ তিনজন আরোহী ছিলেন। মোটরসাইকেলটি পূর্বাচলের দিক থেকে আসছিল। ট্রাকটি বিপরীত দিক থেকে যাচ্ছিল। ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হতাহতের ঘটনা ঘটে।
এসআই শহিদুল জানান, ঘটনাস্থলেই রোমান নিহত হন। গুরুতর আহত অবস্থায় সজীব ও দ্বীন মোহাম্মদকে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে তাঁদের নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানে সজীবের মৃত্যু হয়। আহত দ্বীন মোহাম্মদ এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।