রাজধানীতে নারীর রহস্যজনক মৃত্যু
রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের সামনে এক নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ওই নারীর শরীরে জখমের চিহ্ন আছে।
হাসপাতাল সূত্র জানিয়েছে, সিএনজিচালিত অটোরিকশার এক চালক ওই নারীকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ওই নারীর কাছে থাকা মুঠোফোন নম্বরে যোগাযোগ করা হলে তাঁর ভগ্নিপতি মো. সোহাগ ওই হাসপাতালে যান। নারীর নাম মনি বেগম (৪০) বলে শনাক্ত করেন তিনি। মনি বেগমের অবস্থার অবনতি হওয়ায় তাঁকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে স্থানান্তর করা হয়। সেখানে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মনি বেগমকে মৃত ঘোষণা করেন।
নিহত নারীর ভগ্নিপতি মো. সোহাগ প্রথম আলোকে বলেন, মনি বেগমকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া সিএনজিচালিত অটোরিকশার চালক তাঁকে জানিয়েছেন, দুর্ঘটনায় আহত হয়ে রাস্তায় পড়ে ছিলেন মনি বেগম। মনি বেগম সন্তান নেই। তাঁর স্বামীকে নিয়ে তিনি মহাখালীর স্টাফ কোয়ার্টার কলোনিতে থাকতেন। তাঁর স্বামীর নাম নুরুল হুদা। বাসার কাছে মনি বেগমের একটি প্রসাধনী ও খেলনা সামগ্রীর দোকান ছিল। তাঁর বাড়ি লক্ষ্মীপুর জেলার সদর উপজেলায়।
দিবাগত রাত সোয়া ১২ টার দিকে যোগাযোগ করা হলে শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া প্রথম আলোকে বলেন, ঘটনাস্থলে টহল পুলিশ পাঠানো হয়েছে। সেখান থেকে তাঁরা ফিরে এলে এ মৃত্যু নিয়ে বিস্তারিত জানাতে পারবেন তিনি।