মুরসালিনের মাথায় ‘গভীর ফাটা জখম’ ছিল

মুরসালিন
ছবি: সংগৃহীত

নিউমার্কেট এলাকার ব্যবসায়ী, দোকান কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় নিহত মো. মুরসালিনের মাথায় ছিল গভীর ফাটা জখম। আঘাত থেকে বাদ যায়নি মুখমণ্ডলের অন্যান্য অংশও।

আজ বৃহস্পতিবার ভোরে মুরসালিনকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। এরপর তাঁর সুরতহাল প্রতিবেদন তৈরি করেন নিউমার্কেট থানার পুলিশ সদস্য হালদার অর্পিত ঠাকুর।  তিনি লিখেছেন, ‘মৃত মো. মুরসালিনের (২৪) কপালসহ সমস্ত মাথায় সাদা রাউন্ড ব্যান্ডেজ। ব্যান্ডেজ খুলে দেখা যায়, মাথার মাঝখানে গভীর ফাটা জখম। কপালের বাঁ পাশে কালো জখম, নাক ও ঠোঁটে জখম।’

মৃত্যুর সম্ভাব্য কারণ সম্পর্কে ওই পুলিশ সদস্য লিখেছেন, মারপিট করার আঘাত।

সুরতহাল তৈরির সময় উপস্থিত সাক্ষী, আত্মীয়স্বজনের বক্তব্য ও চিকিৎসকের দেওয়া মৃত্যুর প্রমাণপত্র অনুযায়ী, চন্দ্রিমা সুপারমার্কেটের সামনে ঢাকা কলেজের ছাত্র ও নিউমার্কেটের ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষে মো. মুরসালিন মাথায় ও শরীরের বিভিন্ন অংশে গুরুতর আঘাতপ্রাপ্ত হন। সঙ্গে সঙ্গে পথচারীরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন ছিলেন এবং ওই দিনই বেলা ৩টায় প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়। আজ ২১ এপ্রিল সকাল ৭টায় তাঁকে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

নিউমার্কেট এলাকায় শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ
ফাইল ছবি

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক সাব্বির আহমেদ মৃত্যুসনদে মুরসালিনের মৃত্যুর কারণ সম্পর্কে লিখেছেন, ‘শক’, ‘মাল্টিপল অর্গান ফেইলিউর’, ‘মাল্টিপল হেমোরেজিক কন্ট্রুসন’ এবং ‘ট্রমাটিক ব্রেইন ইনজুরি’। চিকিৎসকরা জানাচ্ছেন, এর অর্থ, আঘাতের কারণে মুরসালিনের মাথার ভেতরে কোথাও কোথাও রক্ত জমাট বেঁধে যায়, প্রচণ্ড রক্তক্ষরণ হয় ও একে একে শরীরের সব অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে পড়ে।

বেলা দেড়টার দিকে ময়নাতদন্ত শেষে মুরসালিনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এরপর মরদেহ অ্যাম্বুলেন্সে করে কামরাঙ্গীরচরে পশ্চিম রসুলপুরের ভাড়া বাসায় নেওয়া হয়। জানাজা শেষে মুরসালিনকে বিকেলে আজিমপুরে দাফন করা হয়।

মুরসালিনের বড় ভাই নুর মোহাম্মদ জানান, মুরসালিন নিউ সুপারমার্কেটে একটি রেডিমেড কাপড়ের দোকানের বিক্রয়কর্মী হিসেবে চাকরি করতেন। তাঁদের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলার বাতাকান্দি গ্রামে। ঢাকায় কামরাঙ্গীরচরের পশ্চিম রসুলপুরে ভাড়া বাসায় থাকতেন। তাঁর এক ছেলে এক মেয়ে রয়েছে।