যুক্তরাষ্ট্র থেকে আসা রোহিঙ্গাদের ত্রাণের চাল বন্দরে

চট্টগ্রাম বন্দরফাইল ছবি

রোহিঙ্গাদের খাদ্যসহায়তার জন্য প্রায় ১৭ হাজার টন চাল নিয়ে রোববার চট্টগ্রাম বন্দরে ভিড়েছে একটি জাহাজ। যুক্তরাষ্ট্র থেকে পাওয়া বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) এই চাল রোহিঙ্গাদের মাঝে বিতরণ করা হবে বলে জানা গেছে।

বন্দরের তথ্য অনুযায়ী, এমভি ফ্লোরা টপিক জাহাজটি রোববার বেলা দুইটার দিকে বন্দরের ১১ নম্বর জেটিতে ভেড়ানো হয়। এ সময় বিশ্ব খাদ্য কর্মসূচির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জাহাজটির স্থানীয় প্রতিনিধি সি ওয়েভ মেরিন সার্ভিসেসের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মো. সামিদুল হক প্রথম আলোকে জানান, রোববার বিকেল চারটায় জাহাজটি থেকে চাল খালাস শুরু হয়। ঈদের দিন খালাস বন্ধ থাকবে। পরদিন থেকে আবার পুরোদমে খালাস শুরু হবে।