দিনাজপুরের বীরগঞ্জ সরকারি কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র প্রতীক রায় (২১) কিডনির রোগে আক্রান্ত।
প্রতীকের বাড়ি বীরগঞ্জ উপজেলার সুজালপুর গ্রামে। তাঁর বাবা পল্টন রায় পেশায় বাবুর্চি। কিছুদিন আগে সমাজের বিত্তবানদের সহযোগিতায় প্রতীককে ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকেরা জানিয়েছেন, প্রতীকের দুটি কিডনিই ক্ষতিগ্রস্ত। দ্রুত তাঁর একটি কিডনি প্রতিস্থাপন করতে হবে, যা অনেক ব্যয়সাপেক্ষ। বর্তমানে দেশে প্রতীকের ডায়ালাইসিস চলছে।
চিকিৎসার জন্য প্রতীককে আবার চেন্নাইয়ে নিতে চায় পরিবার, কিন্তু তাঁর বাবার পক্ষে চিকিৎসার টাকা জোগাড় করা সম্ভব হচ্ছে না। এ জন্য দেশের হৃদয়বান মানুষের কাছে ছেলের চিকিৎসায় সহায়তা চেয়েছেন পল্টন রায়।
সাহায্য পাঠানোর ঠিকানা—হিসাবের নাম: প্রতীক রায়, হিসাব নম্বর ১৮০৫১০১০৩৫৬৩৯, সোনালী ব্যাংক, সেতাবগঞ্জ রোড, বীরগঞ্জ শাখা। সাহায্য পাঠানো যাবে মুঠোফোন নম্বরেও—০১৭৪৬৯৬৮৩১১ (বিকাশ)। বিজ্ঞপ্তি