‘স্বাধীনতার কবিতা পাঠে’ স্বাধীনতা রক্ষার প্রত্যয়

‘স্বাধীনতার কবিতা পাঠ’ অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হানছবি: আয়োজক সংগঠনের সৌজন্যে

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয় কবিতা পরিষদের আয়োজনে ‘স্বাধীনতার শত্রুদের রুখবে কবিতা’ শীর্ষক কবিতা পাঠ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে রাজধানীর ইস্কাটনে কাজল মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান।

মোহন রায়হান বলেন, ‘একাত্তরে রক্ত দিয়ে স্বাধীনতা এনেছি, প্রয়োজনে আবার যুদ্ধ করে স্বাধীনতা রক্ষা করব। সেই যুদ্ধে জাতীয় কবিতা পরিষদের কবিরা থাকবে সম্মুখসমরে।’

মিশু দাশের কণ্ঠে দেশাত্মবোধক গানের মাধ্যমে শুরু হয় এই আয়োজন। জাতীয় কবিতা পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক কবি শাহিন রেজার সঞ্চালনায় স্বরচিত কবিতা পাঠ ও বক্তব্য দেন জাতীয় কবিতা পরিষদের সাধারণ সম্পাদক কবি রেজাউদ্দিন স্টালিন। কবিতা পাঠ করেন কবি আবির বাঙালি, আসাদ কাজল, হোসেন আব্দুল মান্নান, মঞ্জুরুর রহমান, ইউসুফ রেজা, নীপা চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে মুক্তিযুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধা এবং বিশিষ্ট সংগীতজ্ঞ ও ছায়ানটের প্রতিষ্ঠাতা সদ্য প্রয়াত সন্‌জীদা খাতুনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।