টানা তিনবার আয়রনম্যান ৭০.৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপে সফল আয়রনম্যান আরাফাত
বাংলাদেশের আয়রনম্যান মোহাম্মদ সামছুজ্জামান আরাফাত টানা তৃতীয়বারের মতো আয়রনম্যান ৭০.৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপ সম্পন্ন করলেন। নিউজিল্যান্ডের টাওপোতে স্থানীয় সময় আজ রোববার সকালে শুরু হয় সাঁতার, সাইক্লিং ও দৌড়ের সমন্বিত ক্রীড়া ট্রায়াথলনের কঠিনতম প্রতিযোগিতা আয়রনম্যানের বিশ্ব আসর। আয়রনম্যান ৭০.৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপে আজ ১ দশমিক ৯ কিলোমিটার সাঁতার, ৯০ কিলোমিটার সাইক্লিং ও ২১ দশমিক ১ কিলোমিটার দৌড় সম্পন্ন করতে আরাফাত সময় নিয়েছেন ৫ ঘণ্টা ৫ মিনিট ৩০ সেকেন্ড। গত বছর ফিনল্যান্ডের লাহটিতে ও ২০২২ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত আয়রনম্যান ৭০.৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে সফল হয়েছিলেন আরাফাত।
আয়রনম্যান ৭০.৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপ-২০২৪ সম্পন্ন করার পরপরই মুঠোফোনে প্রথম আলোকে মোহাম্মদ সামছুজ্জামান আরাফাত বলেন, ‘আজকের ফলাফল নিয়ে আমি খুশি। টাওপোর সাইক্লিং ও দৌড় ছিল পাহাড়ি পথে। এটা আমার জন্য নতুন ধরনের অভিজ্ঞতা ছিল।’
আজ অনুষ্ঠিত আয়রনম্যান ৭০.৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপে আরাফাত নিজের বয়স গ্রুপে (৩০-৩৪ বছর) ৩৯৮ জনের মধ্যে ৩০৬তম স্থান অর্জন করেছেন। এ প্রতিযোগিতায় ১১৯টি দেশের মোট ৩ হাজার ৮৬ প্রতিযোগী অংশ নেন। একই স্থানে গতকাল শনিবার মেয়েদের আয়রনম্যান ৭০.৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে।
ওয়ার্ল্ড ট্রায়াথলন করপোরেশন (ডব্লিউটিসি) বছরজুড়ে বিশ্বের বিভিন্ন দেশে পূর্ণ দূরত্বের আয়রনম্যান ও অর্ধদূরত্বের (৭০.৩) আয়রনম্যান প্রতিযোগিতার আয়োজন করে থাকে। এসব প্রতিযোগিতা থেকে বাছাই করা ট্রায়াথলেটদের নিয়ে প্রতিবছর একবার করে আয়রনম্যান ও আয়রনম্যান ৭০.৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়ে থাকে।
আয়রনম্যান ৭০.৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপ-২০২৪-এ ৩ ঘণ্টা ৫৬ মিনিট ২২ সেকেন্ড সময় নিয়ে প্রথম স্থান অর্জন করেছেন জার্মানির ট্রায়াথলেট লিও ওয়াবডেসসেল্যাম। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করেছেন যথাক্রমে নিউজিল্যান্ডের টমাস পেজ (৩ ঘণ্টা ৫৬ মিনিট ২৪ সেকেন্ড) ও ফ্রান্সের রেমি জঁজ্যাক (৩ ঘণ্টা ৫৭ মিনিট ৩৩ সেকেন্ড)।
পেশাগত জীবনে বাংলাদেশ ব্যাংকের উপপরিচালক মোহাম্মদ সামছুজ্জামান আরাফাত আজকের প্রতিযোগিতাসহ পূর্ণ দূরত্বের দুটি ও অর্ধদূরত্বের তিনটি আয়রনম্যান বিশ্ব চ্যাম্পিয়নশিপ সম্পন্ন করলেন। দুই ফরম্যাটে আরাফাত এ পর্যন্ত ১৬টি আয়রনম্যান আসরে অংশ নিয়ে সফল হয়েছেন। এর মধ্যে ৯টি পূর্ণ দূরত্বের আয়রনম্যান ও ৭টি অর্ধদূরত্বের আয়রনম্যান ৭০.৩ আসর রয়েছে। বঙ্গোপসাগরে বাংলা চ্যানেল সাঁতারে সফল হয়েছেন ১০ বার। এ ছাড়া গত বছর নেপালে হিমালয় পর্বতমালায় এক্সট্রিম ট্রায়াথলন ও চলতি বছর ভুটানে হিমালয় পর্বতমালায় অনুষ্ঠিত স্নোম্যান রেস সম্পন্ন করেছেন তিনি।