নারী দিবসে আজ প্রথম আলোর অনুষ্ঠান

আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। এ উপলক্ষে একটি বিশেষ আয়োজন করেছে প্রথম আলো।

রাজধানীর ছায়ানট মিলনায়তনে আজ শনিবার বেলা তিনটায় আমন্ত্রিত সাহসী সফল সংগ্রামী নারীরা তাঁদের অভিজ্ঞতা বিনিময় করবেন। বিভিন্ন অঙ্গনের সফল নারীদের এই সম্মিলনে সহযোগিতা করছে সিটি ব্যাংকের নারী ব্যাংকিং সিটি আলো।

আয়োজক পক্ষ থেকে বলা হয়, অভিজ্ঞতা বিনিময় অনুষ্ঠানে বিভিন্ন বয়সের, বিভিন্ন কর্মক্ষেত্রে জড়িত নারীরা তাঁদের নিজেদের জীবনকাহিনি দিয়ে একে অপরকে অনুপ্রাণিত করবেন। ভাগাভাগি করে নেবেন নিজেদের আনন্দ–বেদনা।

এবারের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য ‘সমতা, ক্ষমতায়ন, অধিকার/ কন্যা, নারী, সবার’। নারীর প্রতি সহিংসতা রোধ, নারী-পুরুষের সম–অধিকার নিশ্চিত করা, নারীর কাজের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সাফল্য উদ্‌যাপনের উদ্দেশ্যে নানা আয়োজনে বিশ্বব্যাপী দিবসটি পালিত হচ্ছে।

১৯০৮ সালে জার্মান সমাজতান্ত্রিক নেত্রী ও রাজনীতিবিদ ক্লারা জেটকিনের নেতৃত্বে প্রথম নারী সম্মেলন করা হয়। ১৯৭৫ সাল থেকে জাতিসংঘ এ দিনটিকে নারী দিবস হিসেবে পালন করে আসছে।