সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ শনিবার। কোটা সংস্কার আন্দোলন ঘিরে উত্তাল সারা দেশ। আন্তর্জাতিক অঙ্গনেও উত্তেজনা চলছে ইসরায়েল-ইরানের মধ্যে সম্ভাব্য যুদ্ধ নিয়ে। এ ছাড়া রাজনীতি, ক্রীড়া ও বিনোদন জগতে ঘটছে নানা ঘটনা। এমন আলোচিত সব বিষয় নিয়ে দিনভর প্রথম আলোয় প্রকাশিত হয়েছেন নানা খবর। এর অনেকগুলোই হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

সরকার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

কেন্দ্রীয় শহীদ মিনারে হাজারো মানুষ। ঢাকা, ৩ আগস্ট
ছবি: সাবিনা ইয়াসমিন

সরকার পদত্যাগের এক দফা দাবি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। শনিবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে হাজার হাজার মানুষের সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সমন্বয়ক নাহিদ ইসলাম এ ঘোষণা দেন। বিস্তারিত পড়ুন...

শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসতে চায় আওয়ামী লীগ, নাকচ করলেন সমন্বয়ক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সঙ্গে আলোচনায় বসতে চান আওয়ামী লীগ ও ১৪-দলীয় জোটের নেতারা। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু বাকের মজুমদার প্রথম আলোকে বলেছেন, ‘এখন আর আলোচনার সুযোগ নেই। সিদ্ধান্ত আসবে রাজপথ থেকে।’ বিস্তারিত পড়ুন...

রোববার সারা দেশে জমায়েত, সোমবার শোকমিছিল করবে আওয়ামী লীগ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
ফাইল ছবি

আওয়ামী লীগ নতুন করে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে। রোববার রাজধানীর ওয়ার্ডে ওয়ার্ডে এবং জেলা ও মহানগরে জমায়েত করবে দলটি। আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট যাঁরা নিহত হয়েছেন এবং সাম্প্রতিক সহিংসতায় যাঁরা নিহত হয়েছেন, তাঁদের স্মরণে সোমবার বেলা তিনটায় রাজধানীতে শোকমিছিল করবে আওয়ামী লীগ। বিস্তারিত পড়ুন...

এক ইন্টার্ন চিকিৎসকের বর্ণনায় ঢাকা মেডিকেলের ছয় দিন

হামলার এসব ঘটনায় শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। তাঁদের মধ্যে অনেককে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

কোটা সংস্কার আন্দোলনে আহত রোগীদের দিনরাত সেবা দিয়ে চলেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক, নার্সসহ দায়িত্বরত স্বাস্থ্যকর্মীরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক ইন্টার্ন চিকিৎসক শোনাচ্ছেন ছয় দিনের অভিজ্ঞতা। বিস্তারিত পড়ুন...

পাবলিকের ভয় কি ভেঙে গেল

শিক্ষক ও নাগরিক সমাজের ডাকা ‘দ্রোহযাত্রা’ কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন শ্রেণি–পেশার হাজারো মানুষ। গতকাল বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে।
ছবি: শুভ্র কান্তি দাশ

মানুষ ভূতকে ভয় পায়। কারণ, ভূতকে সে দেখেনি। সে শুনেছে, ভূত বলে বিরাট মারাত্মক কিছু একটা আছে। ভূত বলে সত্যিই যদি কিছু থাকত আর তারা যদি দিনদুপুরে বিটকেলে চেহারা নিয়ে হাটবাজারে হাঁটাচলা করে বেড়াত; সবার সামনে দু-চারটে লোকের ঘাড় মটকাত, তাহলে আর লোকের মনে অতটা ভয় থাকত না। বিস্তারিত পড়ুন...