রেজিস্ট্রেশনযোগ্য জিআই পণ্যের তালিকা দাখিলের নির্দেশ

হাইকোর্টফাইল ছবি

রেজিস্ট্রেশন হওয়া পণ্যসহ জাতীয় ও আন্তর্জাতিকভাবে রেজিস্ট্রেশনযোগ্য এমন ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের তালিকা আদালতে দাখিল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে আজ সোমবার রুলসহ এই আদেশ দেন। নির্দেশনা বাস্তবায়ন বিষয়ে প্রতিবেদন (কমপ্লায়েন্স) দাখিলের জন্য আগামী ১৯ মার্চ দিন রেখেছেন আদালত।

আরও পড়ুন

জিআই পণ্যের সমন্বিত তালিকা তৈরির নির্দেশনা চেয়ে গতকাল রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী সারওয়াত সিরাজ শুক্লা রিটটি করেন। আদালতে রিটের পক্ষে তিনি নিজেই শুনানি করেন।

পরে সারওয়াত সিরাজ শুক্লা প্রথম আলোকে বলেন, বাংলাদেশে যে পণ্যগুলো জিআই হিসেবে রেজিস্ট্রেশন হয়ে গেছে, সেই পণ্যগুলোর একটি তালিকা এবং জাতীয় ও আন্তর্জাতিকভাবে রেজিস্ট্রশনযোগ্য জিআই পণ্যের তালিকা এক মাসের মধ্যে দাখিল করার জন্য নির্দেশ দিয়েছেন। আগামী ১৯ মার্চ শুনানির জন্য দিন রাখা হয়েছে।

আরও পড়ুন