শুভ সকাল। আজ ১৩ মার্চ, বৃহস্পতিবার। গতকাল বুধবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
ফারহানা ইসলাম ও মহিউদ্দিন সরকার সম্পর্কে মামি-ভাগনে। জুলাই গণ-অভ্যুত্থানে আহত দাবি করে গত রোববার তাঁরা সহায়তার টাকা নিতে গিয়েছিলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যালয়ে। কিন্তু সেখানে তাঁদের প্রতারণার চেষ্টাটি ধরা পড়ে যায়। ফারহানা ও মহিউদ্দিন চিকিৎসার নথিপত্র জমা দিয়েছিলেন। কিন্তু যাচাই করে দেখা যায়, তাঁরা দুজনে যে এক্স-রে রিপোর্ট দিয়েছেন, তা হুবহু এক। বিস্তারিত পড়ুন...
এমবিবিএস অথবা বিডিএস ডিগ্রিপ্রাপ্ত ছাড়া অন্য কেউ তাঁদের নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করতে পারবেন না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি ‘ডিএমএফ’ ডিগ্রিধারীদের (ডিপ্লোমাধারী হিসেবে নিবন্ধিত) ক্ষেত্রে যথাযথ প্রিফিক্স (নামের আগে ব্যবহার করা সম্মানসূচক শব্দ) নির্ধারণে ছয় মাসের মধ্যে ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। বিস্তারিত পড়ুন...
গতকাল সকাল ৯টা ৩৯ মিনিটের দিকে হঠাৎ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের (সিএমএম) হাজতখানার প্রধান ফটক খুলে দেন দুজন পুলিশ সদস্য। হাজতখানার সামনে পাঁচজন পুলিশ সদস্য দাঁড়িয়ে। তাঁদের প্রত্যেকের ডান হাতে লাঠি। তাঁদের পেছনে মাথা নিচু করে দাঁড়িয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্পবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্মেদ পলক। বিস্তারিত পড়ুন...
রাজধানীর উত্তরখানে নিজ বাড়িতে খুন হওয়া হাবীবুল্লাহ বাহার কলেজের সাবেক উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুর রহমান ভূঁইয়ার বিরুদ্ধে ‘আপত্তিকর আচরণ’-এর অভিযোগ তুলেছেন পুলিশের হাতে আটক ওই দম্পতি। আটক দম্পতিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের উদ্ধৃতি দিয়ে গতকাল পুলিশ জানায়, টাকাপয়সাসহ ব্যাগ হারিয়ে কমলাপুর রেলস্টেশনে অসহায় অবস্থায় পড়েছিলেন তাঁরা। দুজনেরই বয়স ২৫-এর কম। বিস্তারিত পড়ুন...
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মাহমুদউল্লাহ। ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে এ ঘোষণা দেন। বিদায়ী বার্তায় তিনি লিখেছেন, ‘সবকিছু নিখুঁতভাবে শেষ হয় না, তারপরও একটা সময় শেষ বলে সামনে এগিয়ে যেতে হয়। শান্তি...আলহামদুলিল্লাহ।’ বিস্তারিত পড়ুন...