রংপুরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই
রংপুরের পীরগঞ্জ উপজেলার ধানখেত থেকে একজন অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার মিঠিপুর ইউনিয়নের মিঠিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ধানখেত থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত অটোরিকশা চালক গাইবান্ধার সাদুল্ল্যাপুর উপজেলার মীরপুর গ্রামের সাফায়েত আকন্দ (৩৬)। তাঁকে শ্বাসরোধ করে হত্যার পর অটোরিকশা নিয়ে পালিয়ে যান দুর্বৃত্তরা।
পীরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মাসুমুর রহমান বলেন, সকালে ধানখেতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
নিহত সাফায়েত আকন্দের স্ত্রী রুলি বেগমের উদ্ধৃতি দিয়ে পীরগঞ্জ পুলিশ জানায়, গতকাল শুক্রবার বিকেলে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাড়ি থেকে তিনি বের হন। রাতে আর বাড়িতে ফেরেননি। আজ শনিবার সকালে তিনি জানতে পারেন, তাঁর স্বামীকে হত্যা করে ধান খেতের জমিতে ফেলে রাখা হয়েছে। এ ঘটনার রুলি বেগম পীরগঞ্জ থানায় অজ্ঞাতমানা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা করেছেন। এই হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।