উল্টে গেল বাস, পথচারী নিহত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি উপজেলার আমিরাবাদ এলাকায় সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। নোয়াখালী থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাসের চালক নিয়ন্ত্রণ হারালে সেটি উল্টে যাওয়ার সময় পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই পথচারী মারা যান। আহত হন বাসের আট যাত্রী।
আজ মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পথচারী সুমন ভূঁইয়া (৩২) দাউদকান্দির ইটাখোলা গ্রামের আবদুর রহমান ভূঁইয়ার ছেলে। তিনি একটি কোমল পানীয় কোম্পানির স্থানীয় বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। সকালে বাড়ি থেকে কাজে যাওয়ার পথে তিনি দুর্ঘটনার শিকার হন।
প্রত্যক্ষদর্শীরা বলেন, সকাল সাড়ে আটটার দিকে নোয়াখালী থেকে ঢাকাগামী লাল সবুজ পরিবহনের বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বাসটি উল্টে পড়ার আগে পথচারী সুমনকে চাপা দেয়। অন্য পথচারীরা দৌড়ে সরে গিয়ে প্রাণে বাঁচেন। দুর্ঘটনায় আহত বাসের আট যাত্রীকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সুমনের লাশ দাউদকান্দি হাইওয়ে থানা–পুলিশ হেফাজতে আছে। দুর্ঘটনাকবলিত বাসটি রেকার দিয়ে উঠানো হয়েছে।