মাংস কাটতে গিয়ে ছুরি লাগল বুকে, গুরুতর আহত কিশোর
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কোরবানি দেওয়া গরু কাটতে গিয়ে বুকে ছুরি লেগে এক কিশোর গুরুতর আহত হয়েছে। তার নাম মো. ফয়সাল (১৬)। শনিবার বেলা ১১টার দিকে উপজেলার সরফভাটা ইউনিয়নের পশ্চিম সরফভাটা এলাকায় এ ঘটনা ঘটে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক পৃথ্বিরাজ কর প্রথম আলোকে বলেন, ওই কিশোর ছুরিতে আহত হলে তাকে হাসপাতালে আনা হয়। বুকে ফুটা ও শ্বাসকষ্ট থাকায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কিশোরের স্বজনেরা জানিয়েছেন, গরুর মাংস কাটতে গিয়ে হাতে থাকা ছুরির হাতল খুলে অসাবধানতাবশত নিজের বুকে লাগে।
আহত ফয়সালের স্বজন মো. রাহুল বলেন, ফয়সালকে হাসপাতালে নিতে গাড়ি না পেয়ে রাহাতিয়া দরবারের বিনা ভাড়ার অ্যাম্বুলেন্সের জন্য ফোন করলে স্বেচ্ছাসেবক দলের সদস্যরা বাড়িতে গিয়ে হাসপাতালে নিয়ে যান। অসাবধানতাবশত গরুর মাংস কাটতে গিয়ে এই ঘটনা ঘটে।