২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

পরশুরামে করোনায় ওষুধ ব্যবসায়ীর মৃত্যু

প্রতীকী ছবি। ছবি: রয়টার্স
প্রতীকী ছবি। ছবি: রয়টার্স

ফেনীর পরশুরাম উপজেলা কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতির সহসভাপতি ও ওষুধ ব্যবসায়ী শংকর পাল কোভিডে আক্রান্ত হয়ে আজ সোমবার দুপুরে ঢাকার মুগদা জেনারেল হাসপাতালের আইসিইউতে মারা গেছেন। তিনি ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামের বাসিন্দা।

শংকরের (৫৭) স্ত্রী গীতা রানী চন্দ পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সিং সুপারভাইজার। এ কারণে তিনি পরশুরাম বসবাস ও ওষুধের ব্যবসা করতেন।

পরশুরাম উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবদুল খালেক মামুন জানান, জ্বর হলে গত ১৩ জুন শংকর পালের নমুনা নেওয়া হয়। ১৪ জুন নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজের পরীক্ষাগার থেকে পাঠানো প্রতিবেদনে তাঁর কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়। এরপর থেকে ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন। অবস্থার উন্নতি না হওয়ায় ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কিছুদিন চিকিৎসাধীন থাকার পর ৩০ জুন রাতে নেওয়া হয় মুগদা জেনারেল হাসপাতালে। কিন্তু এরপর তাঁর প্রচণ্ড শ্বাসকষ্ট হলে আইসিইউতে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে তিনি মারা যান।

শংকরের ছোট ভাই ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ বিমল কান্তি পাল তাঁর ভাইয়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।