২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

নাটোর সদর হাসপাতালের অপারেশন থিয়েটার লকডাউন

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নাটোর ২৫০ শয্যার আধুনিক সদর হাসপাতালের অপারেশন থিয়েটারের একজন সিনিয়র স্টাফ নার্সের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ কারণে আজ শুক্রবার সন্ধ্যা থেকে হাসপাতালের একাংশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লকডাউন ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে ওই স্বাস্থ্যকর্মীসহ মোট আটজনকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

এর আগে গত ৩০ এপ্রিল এই হাসপাতালের আয়ুর্বেদিক বিভাগে এক চিকিৎসকের করোনা পজিটিভ হওয়ায় বিভাগটি লকডাউন করা হয়।

নাটোরের সিভিল সার্জন কাজী মিজানুর রহমান ও সদর হাসপাতালের সহকারী পরিচালক আনসারুল হক অপারেশন থিয়েটার বিভাগ লকডাউনের বিষয়টি সন্ধ্যা সাড়ে সাতটায় নিশ্চিত করেন। এর দুই ঘণ্টা আগে ঢাকার স্বাস্থ্য অধিদপ্তর থেকে সিভিল সার্জনকে ফোন করে স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত হওয়ার বিষয়টি জানানো হয়।

সহকারী পরিচালক আনসারুল হক জানান, আক্রান্ত স্বাস্থ্যকর্মী ৩০ এপ্রিল নমুনা দেন। তিনি সুস্থ ছিলেন এবং এখনো সুস্থ আছেন। অনেকটা শখ করেই তিনি পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। নমুনা দেওয়ার পরের দিন থেকে তিনি পাবনার ঈশ্বরদীতে অবস্থান করছিলেন। তবু অপারেশন থিয়েটারের একজন চিকিৎসক, তিনজন নার্স ও তিনজন সহকারীকে হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। কাল শনিবার হাসপাতাল পরিচালনা কমিটি সভা করে পরবর্তী পদক্ষেপ নেবে বলে তিনি জানান।

সিভিল সার্জন কাজী মিজানুর রহমান জানান, আক্রান্ত স্বাস্থ্যকর্মী নিজ বাড়ি পাবনার ঈশ্বরদীতে আছেন। তাই পাবনা জেলার সিভিল সার্জনকে তাঁর বাড়ি লকডাউন করতে বলা হয়েছে।