করোনা নিয়ে টিভিতে অপপ্রচার মনিটরিংয়ে ১৫ কর্মকর্তা
বেসরকারি টিভি চ্যানেলগুলোতে সম্প্রচারিত কোভিড-১৯ বা করোনাভাইরাসের সংক্রমণ বিষয়ে অপপ্রচার কিংবা গুজব প্রচার হচ্ছে কি না, তা মনিটরিং করছে সরকার। এ জন্য ১৫ কর্মকর্তাকে দায়িত্ব দিয়েছে তথ্য মন্ত্রণালয়। একেকজন দুটি করে দেশের মোট ৩০টি টিভি চ্যানেল মনিটরিং করবেন।
গত মঙ্গলবার তথ্য মন্ত্রণালয়ের উপসচিব নাসরিন পারভীনের সই করা এক আদেশে এ দায়িত্ব দেওয়া হয়। জানতে চাইলে তথ্য মন্ত্রণালয়ের একজন দায়িত্বশীল কর্মকর্তা এ দায়িত্ব দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। দায়িত্ব পাওয়া সবাই তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা।
২৪ মার্চ অনুষ্ঠিত করোনাভাইরাসের সংক্রমণ প্রতিহতকরণে প্রচার-প্রচারণাসংক্রান্ত কমিটির প্রথম সভার সিদ্ধান্তের আলোকে এটি করা হয়েছে বলে আদেশে বলা হয়। দায়িত্ব পাওয়া কর্মকর্তারা কোনো বেসরকারি টিভি চ্যানেলে করোনাভাইরাস সম্পর্কে অপপ্রচার কিংবা গুজব প্রচার করা হচ্ছে বলে চিহ্নিত করলে, সেই গুজব ও অপপ্রচার বন্ধের জন্য সঙ্গে সঙ্গে মন্ত্রণালয় কর্তৃপক্ষকে জানাবেন।
জানতে চাইলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের একজন প্রথম আলোকে বলেন, তিনি এখনো কোনো অপপ্রচার বা গুজব দেখতে পাননি।