রপ্তানির লুট হওয়া পণ্যসহ কাভার্ডভ্যান উদ্ধার, আটক ৩
চট্টগ্রামের সীতাকুণ্ডে লুট হওয়া রপ্তানি পণ্যসহ একটি কাভার্ডভ্যান উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ১০টার দিকে উপজেলার কুমিরা ইউনিয়নের পিএইচপি গেট এলাকার একটি বাড়ি থেকে এগুলো উদ্ধার করা হয়।
গত রোববার রাত ১০টার দিকে ঘোড়ামরা এলাকা থেকে এসব মালামাল লুট হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার তিনজন হলেন মো. ফরহাদ হোসেন, নজরুল ইসলাম ঝিনুক ও তাঁর বন্ধু হান্নান।
পুলিশ জানিয়েছে, কাভার্ডভ্যানটিতে গাজীপুরের খান টেক্স ফ্যাশন লিমিটেডের ৮৫ কার্টন টিশার্ট ছিল। পণ্যগুলো কেডিএস লজিস্টিকের মাধ্যম বিদেশে রপ্তানি হওয়ার কথা ছিল।
পুলিশ পরিদর্শক সুমন বনিক প্রথম আলোকে বলেন, গতকাল কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে লুটকারী তিনজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় আরও চারজন জড়িত। তাদের গ্রেপ্তার করা যায়নি। লুটকারীরা কাভার্ডভ্যান চালককে মারধর করে সুলতানা মন্দির এবং সহকারীকে বাঁশবাড়িয়া বাজার এলাকায় ফেলে যান বলে তিনি জানান।