মোদির প্রস্তাবে শেখ হাসিনার সাড়া
করোনাভাইরাস মোকাবিলায় সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিডিও কনফারেন্সের উদ্যোগকে বাংলাদেশ সমর্থন জানিয়েছে।
আজ শুক্রবার সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন তাঁর বাসায় ঢাকায় ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাসের সঙ্গে আলোচনা শেষে গণমাধ্যমকে এ তথ্য জানান।
এ কে আব্দুল মোমেন বলেন, এখন পর্যন্ত পাকিস্তান ছাড়া এ প্রস্তাবে সার্কের সব দেশ সমর্থন জানিয়েছে। বাংলাদেশ এতে নীতিগতভাবে সমর্থন জানিয়েছে। দু-এক দিনের মধ্যেই ভিডিও কনফারেন্সের কথা রয়েছে।
পররাষ্ট্রমন্ত্রীর মতে, সার্কভুক্ত সব দেশের রাজনৈতিক নেতৃত্ব অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করছেন। তাই পাকিস্তানও এ প্রক্রিয়ায় যুক্ত হবে।
এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম টুইটে লিখেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন। প্রধানমন্ত্রী এ অঞ্চলের এবং সারা বিশ্বে বিরাজমান এই সংকট উত্তরণে এখন পর্যন্ত প্রস্তাবে সাড়াদানকারী নেতাদের সঙ্গে আলোচনার অপেক্ষায় রয়েছেন।
করোনাভাইরাসের মোকাবিলায় সার্ক সদস্যদেশের নেতাদের একজোট হয়ে মোকাবিলার সুপারিশ করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ শুক্রবার একাধিক টুইটে এই প্রস্তাব দিয়ে প্রধানমন্ত্রী মোদি বলেন, করোনা মোকাবিলায় সার্ক সদস্যদেশের নেতারা উপযুক্ত কৌশল তৈরি করুন। কীভাবে সেই কৌশল বা উপায়ের খোঁজ পাওয়া যেতে পারে, মোদি তারও হদিস দিয়েছেন।
ভারত থেকে ২৩ বাংলাদেশি ফিরছেন শনিবার
দিল্লিতে ১৪ দিনের কোয়ারেন্টিন শেষে শনিবার দুপুরে ফিরছেন ২৩ বাংলাদেশি। ভারতের নাগরিকদের পাশাপাশি গত ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশের ওই নাগরিকদের চীনের উহান থেকে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে দিল্লিতে নেওয়া হয়।
দিল্লি থেকে জানা গেছে, শুক্রবার চিকিৎসকের সনদ পাওয়ার পর ২৩ বাংলাদেশি দেশে ফিরছেন। তাঁরা সবাই সুস্থ আছেন।