ভাতিজা আচরণবিধি লঙ্ঘনের কথা বলবেন, আমি বলব উন্নয়নের: আতিকুল
ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিএনপির মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালকে ভাতিজা উল্লেখ করে আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম বলেছেন, তাবিথ আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করলেও তিনি উন্নয়নের কথা বলে যাবেন। আজ সোমবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর খিলক্ষেত এলাকায় নির্বাচনী গণসংযোগ ও সমাবেশে এসব কথা বলেন আতিকুল।
আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে তাবিথ আউয়ালের তোলা অভিযোগের বিষয়ে আতিকুল ইসলাম বলেন, ‘আমার ভাতিজা তাবিথ আউয়াল শুরু থেকেই অভিযোগ করছেন, আমি আচরণবিধি লঙ্ঘন করছি। উনি আচরণবিধি লঙ্ঘনের কথা বলবেন, আর আমি বলব কীভাবে এলাকার উন্নয়ন করা যায়।’
ঢাকা উত্তর সিটি করপোরেশনের সেবা মানুষের কাছে পৌঁছে দিতে সেবা সংস্থাগুলোকে ত্বরিতগতিতে কাজ করতে, জবাবদিহি ও সমন্বয়ের মধ্যে আনতে কাজ করবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘নৌকা বিজয়ী হলে সিটি করপোরেশনকে জবাবদিহিমূলক করা হবে। সেবা সংস্থাগুলোকেও জবাবদিহির মধ্যে আনতে হবে। ত্বরিতগতিতে সিটি করপোরেশনের উন্নয়নকাজ করতে হবে। এ জন্য ওয়াসা, ডেসাকেও জবাবদিহির মধ্যে আনতে হবে।’
খিলক্ষেতে বাজার তৈরি করে দেওয়ার আশ্বাস দিয়ে আতিকুল ইসলাম বলেন, খিলক্ষেত এলাকার দখল করা খালি জায়গা উদ্ধার করে খেলার মাঠ ও কমিউনিটি সেন্টার তৈরি করা হবে।
এর আগে সকাল ১০টা থেকে খিলক্ষেত রেললাইনের পূর্ব পাশে পোস্ট অফিস সড়কের ওপর আড়াআড়ি করে ট্রাক রেখে সভা করে খিলক্ষেত থানা আওয়ামী লীগ ও মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলাম। এ সময় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান, সাধারণ সম্পাদক এস এ মান্নান, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান, ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ইসহাক মিয়া, সংরক্ষিত ওয়ার্ড ১ (সাধারণ ওয়ার্ড ১, ১৭, ১৮) নম্বরের প্রার্থী হাসিনা বারী চৌধুরী উপস্থিত ছিলেন।
আতিকুল ইসলাম দুপুরে যখন বরুয়া, বাগানবাড়ি এলাকায় আসন, তখন আবদুল লতিফ মেম্বার মার্কেট এলাকার নারী-পুরুষ ‘গ্যাস চাই, গ্যাস চাই’ বলে স্লোগান দিতে থাকেন। তাঁরা বলেন, এর আগে এমপি, কাউন্সিলর নানান প্রতিশ্রুতি দিয়েছেন। কোনো কাজ হয়নি।
মাহমুদা আক্তার নামে এক নারী বলেন, ‘এখানকার রাস্তাঘাট খারাপ, ঢাকা শহরের মধ্যে থেকেও যেন গ্রামে আছি। সড়কে অটোরিকশা নামিয়েছি, কিন্তু তা চলতে দেওয়া না।’
মাসুমা আক্তার নামের এক নারী বলেন, ‘মেয়র হলে গ্যাসের ব্যবস্থা না করতে পারলেও তিনি তো সরকারকে বলতে পারবেন, এই এলাকায় গ্যাস লাগবে। এ জন্য আমরা তাঁর কাছেই দাবি জানাচ্ছি।’
আজ আতিকুল ইসলাম ১৭ ও ৪৩ নম্বর ওয়ার্ডের খিলক্ষেত বাজার, বটতলা, আমতলা, নামাপাড়া, তেঁতুলতলা, লেকসিটি রোড, ডুমিনি, বরুয়াবাজার, বাগানবাড়ি, কুড়াতলি, ৩০০ ফুট সড়ক, মাস্তুল বড়বাড়ি, তলনা ও প্যাতিরা এলাকা দিয়ে আশকোনা এলাকায় গণসংযোগ করেন।