কাঁদলেন মেয়র খোকন, বললেন 'কঠিন সময়'

দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাঈদ খোকন। ছবি: টিভি ভিডিও থেকে নেওয়া
দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাঈদ খোকন। ছবি: টিভি ভিডিও থেকে নেওয়া

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আবার আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী বর্তমান মেয়র সাঈদ খোকন। আজ বৃহস্পতিবার দলীয় মনোনয়ন ফরম সংগ্রহের জন্য ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে যান তিনি। সেখান থেকে ২৫ হাজার টাকা দিয়ে ফরম সংগ্রহ করেন। এরপর কার্যালয়ের গেটের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ হানিফের ছেলে সাঈদ খোকন।

সাঈদ খোকন বলেন, ‘পিতার হাত ধরে রাজনীতিতে এসেছি। আজ পিতা নেই। পিতার অবর্তমানে আমার অভিভাবক আমার নেত্রী শেখ হাসিনা। তিনি যেটা ভালো মনে করবেন, সেটাই করবেন।’

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বর্তমান মেয়র বলেন, ‘মেয়র হিসেবে গত সাড়ে চার বছর ঢাকাবাসীর পাশে ছিলাম। আজ আমার কঠিন সময়। আমার জন্য ঢাকাবাসী ও দেশবাসীর দোয়া চাই। আজ আমার কঠিন সময়। এই সময় আমি যেন কামিয়াব (সফল) হই, সে জন্য আপনাদের দোয়া প্রয়োজন।’

সাঈদ খোকন বলেন, ‘ঢাকাবাসীর সুখে-দুঃখে পাশে ছিলাম। আমি মেয়র হিসেবে অনেক কিছু করেছি। আরও কিছু কাজ বাকি আছে। আমি কর্তব্য পালনে কখনো অবহেলা করিনি। এই কঠিন সময়ে আপনাদের পাশে চাই। আগামী ৫ বছর আপনারদের পাশে থাকব ইনশা আল্লাহ।’

আগামী ৩০ জানুয়ারি ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনে ভোট হবে। ঢাকা দক্ষিণে মেয়র পদে লড়তে ইতিমধ্যে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম কিনেছেন সাংসদ শেখ ফজলে নূর তাপস ও হাজি সেলিম। আরও কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা মনোনয়ন ফরম কিনতে পারেন।

ঢাকা দক্ষিণে মেয়র পদে সাঈদ খোকন মনোনয়ন পাবেন কি না, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে।

আওয়ামী লীগের অনেক নেতাই বলছেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মেয়র পদে দলীয় প্রার্থী পরিবর্তন হতে পারে।