বুলবুলের তাণ্ডবে লন্ডভন্ড জনজীবন
প্রবল প্রতিপত্তি নিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছিল ঘূর্ণিঝড় ‘বুলবুল’। আবহাওয়া অধিদপ্তর থেকে মহাবিপৎসংকেতও জারি করা হয়েছিল। তবে শেষ পর্যন্ত সুন্দরবন বুলবুলের পথ রোধ করে দাঁড়ায়। এতে করে দেশের ভূমিতে আঘাত হানার আগেই বুলবুল দুর্বল হয়ে পড়ে। তবে বুলবুল যে প্রকাণ্ড রূপ নিয়েই এগিয়ে আসছিল, সেই চিহ্ন সে বিভিন্ন জায়গায় রেখে গেছে। বুলবুলের ছোবলে দেশের উপকূলীয় অঞ্চলের বিভিন্ন জায়গায় শত শত গাছগাছালি ভেঙে পড়েছে। উড়ে গেছে ঘর–টিন। বিপর্যস্ত হয়েছে জীবনযাত্রা।