২৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন দেখতে ক্লিক করুন
মূল সাইট দেখতে ক্লিক করুন

আবরার হত্যায় এজাহারভুক্ত আসামি মোয়াজ গ্রেপ্তার

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সোচ্চার আন্দোলনকারীরা। ১২ অক্টোবর, বুয়েট ক্যাম্পাস, ঢাকা। ছবি: শুভ্র কান্তি দাশ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সোচ্চার আন্দোলনকারীরা। ১২ অক্টোবর, বুয়েট ক্যাম্পাস, ঢাকা। ছবি: শুভ্র কান্তি দাশ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম মোয়াজ আবু হুরায়রা (২০)।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের একটি দল মোয়াজকে আজ বেলা ১১টার দিকে উত্তরার ১৪ নম্বর সেক্টর এলাকা থেকে গ্রেপ্তার করে।

মোয়াজ বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল (ইইই) বিভাগের ১৭তম ব্যাচের ছাত্র। তাঁর বাড়ি কিশোরগঞ্জের কুলিয়ারচরে।

৬ অক্টোবর রাত ৩টার দিকে শেরে বাংলা হল থেকে তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল (ইইই) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদের মরদেহ উদ্ধার করা হয়। ওই রাতে হলের ২০১১ নম্বর কক্ষে আবরারকে পিটিয়ে হত্যা করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কয়েকজন নেতা। হত্যাকাণ্ডের ঘটনায় ১৯ জনকে আসামি করে পরের দিন সন্ধ্যার পর চকবাজার থানায় একটি হত্যা মামলা করা হয়। নিহত আবরারের বাবা বরকত উল্লাহ্ বাদী হয়ে মামলাটি করেন।

এ ঘটনায় এখন পর্যন্ত ১৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মোয়াজ এই মামলার ১৮ নম্বর আসামি।

আরও পড়ুন:
আবরার হত্যার বর্ণনা বন্ধুদের মুখে
এক আসামির ভয়ংকর বর্ণনা
আবরারকে হত্যার আগে-পরে মেসেঞ্জারে আসামিদের গোপন কথোপকথন
আবরার হত্যা: ভিডিও ফুটেজে যা দেখা গেল
আবরার হত্যার ১৯ আসামি বহিষ্কার, বুয়েটে সাংগঠনিক রাজনীতি নিষিদ্ধ
আবরার হত্যার ১৯ আসামি যাঁরা...
আবরার হত্যায় এজাহারভুক্ত আসামি মোয়াজ গ্রেপ্তার
‘ভিসি স্যার চাইলে ৫ দফা দাবি এক ঘণ্টাতেই পূরণ সম্ভব’