গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে হরতালে মিছিল, পিকেটিং
গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে আজ রোববার সারা দেশে অর্ধদিবস হরতাল পালন করছে বাম গণতান্ত্রিক জোট। হরতালের সমর্থনে রাজধানীর পুরানা পল্টন এলাকায় মিছিল, পিকেটিং করা হয়েছে। অবস্থান কর্মসূচি পালন করেছে হরতাল সমর্থকেরা।
সকালের দিকে পুলিশের সঙ্গে হরতাল সমর্থকদের ধস্তাধস্তি হয়। কয়েকজনকে আটক করলেও পরে ছেড়ে দেয় পুলিশ।
গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত সারা দেশে হরতাল পালন করছে বাম গণতান্ত্রিক জোট। এই হরতালের প্রতি নৈতিক সমর্থন দিয়েছে বিএনপি।বাম গণতান্ত্রিক জোটের নেতারা বলেছেন, অযৌক্তিকভাবে গ্যাসের দাম বাড়ানো হয়েছে। এতে জীবনযাত্রার ব্যয় বাড়বে। সিএনজির দাম বাড়ানোর ফলে পরিবহনব্যয় বেড়ে যাবে। শিল্পকারখানায় ব্যবহৃত গ্যাসের দাম বাড়ানোর কারণে শিল্পপণ্যের দাম বাড়বে।