'কৃষি বায়োস্কোপ' দেখতে আমেরিকা থেকে চুয়াডাঙ্গা
প্রযুক্তিনির্ভর কৃষিতে ‘কৃষি বায়োস্কোপ’ ও তার ভূমিকা সরেজমিনে দেখতে সুদূর আমেরিকা থেকে ছুটে এসেছে করনেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক সারাহ ইভানজাসহ একটি প্রতিনিধিদল। গতকাল বুধবার তাঁরা সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রাম পরিদর্শন করেন। স্থানীয় কিষান-কিষানিদের সাফল্যে সন্তোষ প্রকাশ করেছেন তাঁরা।
গত বছরের ১ সেপ্টেম্বর প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় অন্য বাংলাদেশ কলামে ‘তিনি এখন কৃষি বায়োস্কোপওয়ালা’ শিরোনামে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনের বিষয়বস্তু ছিল কৃষি উন্নয়নে পরামর্শ ও সচেতনতা সৃষ্টিতে চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষি কর্মকর্তা তালহা জুবাইর মাসরুরের তৈরি তথ্যচিত্র ও তার ইতিবাচক প্রভাব।
তালহা জুবাইর মাসরুর এ পর্যন্ত শতাধিক তথ্যচিত্র (ডকুমেন্টারি) তৈরি করেছেন। তথ্যচিত্রে সফল কৃষকদের মডেল হিসেবে দেখানো হয়েছে। তাঁর উদ্ভাবিত ‘কৃষি বায়োস্কোপ’ গ্রামে গ্রামে বড় পর্দায় (প্রজেক্টরে) প্রদর্শনের পাশাপাশি স্থানীয় কেব্ল টিভিতে প্রচার করা হচ্ছে। আধুনিক চাষাবাদে কৃষকদের জন্য তথ্য-পরামর্শের নতুন জানালা ‘কৃষি বায়োস্কোপ’ ইউটিউব ও ফেসবুকে দেখেছেন অসংখ্য দর্শক। অনেকে কৃষি বায়োস্কোপে প্রভাবিত হয়ে আধুনিক কৃষিতে নিজেকে জড়িয়েছেন।
আমেরিকার বিল অ্যান্ড মালিন্দা গেটস ফাউন্ডেশনের অর্থায়নে বাংলাদেশে পরিচালিত ‘ফার্মিং ফিউচার বাংলাদেশ’ নামক একটি বেসরকারি প্রতিষ্ঠান কৃষি বায়োস্কোপ বিষয়ে আন্তর্জাতিক যোগাযোগের উদ্যোগ নেয়। এর পরিপ্রেক্ষিতে আমেরিকার করনেল বিশ্ববিদ্যালয়ের করনেল অ্যালায়েন্স ফর সায়েন্সের পরিচালক সারাহ ইভানজা ও বিল অ্যান্ড মালিন্দা ফাউন্ডেশনের জ্যেষ্ঠ কর্মসূচি কর্মকর্তা ব্রানটলি ব্রাউনিং গতকাল চুয়াডাঙ্গার গাড়াবাড়িয়া গ্রামে আসেন। তাঁদের সঙ্গে ছিলেন ফার্মিং ফিউচার বাংলাদেশের প্রধান নির্বাহী ও নির্বাহী পরিচালক আরিফ হোসাইন। তাঁরা বেলা ১১টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত গাড়াবাড়িয়া গ্রামে অবস্থান করেন। এ সময় গ্রামের মাঠ ঘুরে দেখে কিষান-কিষানিদের সঙ্গে কথা বলে বিস্তারিত খোঁজ নেন তাঁরা।
সবশেষে গাড়াবাড়িয়া কৃষি পাঠাগার ও কৃষক সংগঠন কার্যালয় চত্বরে অনুষ্ঠিত কৃষক সমাবেশে প্রতিনিধিদলের সদস্যরা নিজেদের অভিজ্ঞতা বর্ণনা করেন। এর আগে বড় পর্দায় বেশ কয়েকটি তথ্যচিত্র উপস্থাপন করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াশীমুল বারীর সভাপতিত্বে সমাবেশে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা তালহা জুবাইর মাসরুর। ব্রানটলি ব্রাউনিং কৃষিতে প্রযুক্তির ব্যবহার, ভবিষ্যৎ কৃষিভাবনা ও আধুনিক কৃষি সম্প্রসারণে ‘কৃষি বায়োস্কোপ’-এর ভূমিকার প্রশংসা করেন। সারাহ ইভানজা বলেন, ‘তালহা জুবাইর মাসরুর কৃষি বায়োস্কোপ নামে সময়োপযোগী যে উদ্যোগ নিয়েছেন, সেই বার্তা আমেরিকার মানুষের কাছে পৌঁছে দেব। তালহা জুবাইরের কৃষি বায়োস্কোপ যেভাবে বাংলাদেশের কৃষকেরা গ্রহণ ও পরিচালিত করছেন, তা পৃথিবীতে একটি মডেল হিসেবে গ্রহণযোগ্য হতে পারে।’