প্রাইভেট কার উল্টে সন্তানসহ দম্পতি নিহত

ময়মনসিংহে প্রাইভেট কার উল্টে এক সন্তানসহ দম্পতি নিহত হয়েছেন। দুর্ঘটনায় এই দম্পতির দুই সন্তান আহত।
আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার আলালপুর এলাকায় ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ ইসলাম এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
প্রথম আলোর হিসাব অনুযায়ী, এ নিয়ে গত ৭০৬ দিনে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা দাঁড়াল ৬ হাজার ৬০।
ময়মনসিংহে আজকের সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তিরা হলেন মো. হামিম (৬০), তাঁর স্ত্রী সাহেরা বেগম (৫৫) ও তাঁদের সন্তান শফিকুল ইসলাম (৩০)। তাঁদের বাড়ি গাইবান্ধার ফুলছড়ি উপজেলায়।
পুলিশ জানায়, আজ সকালে তাঁরা প্রাইভেট কারে করে শেরপুরের দিকে যাচ্ছিলেন। আলালপুর এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ওই তিনজন নিহত হন।