সেনাসদস্যদের কার্যক্রম পরিদর্শনে সেনাপ্রধান
দেশের বিভিন্ন জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা সেনাসদস্যদের কার্যক্রম পরিদর্শন করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বুধবার শেরপুর ও নরসিংদী জেলায় মোতায়েনরত সেনাসদস্যদের কার্যক্রম পরিদর্শন করেন সেনাপ্রধান। পরিদর্শনকালে ক্ষতিগ্রস্ত নরসিংদী জেলা কারাগার পর্যবেক্ষণ করেন তিনি।
পরিদর্শনকালে সেনাপ্রধানের সঙ্গে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।