সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ বুধবার। সারা দিনে হয়তো প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ আপনার চোখ এড়িয়ে গেছে। আলোচিত সংবাদগুলোর মধ্যে ছিল কোটা সংস্কার আন্দোলনকারীদের গতকালের সংবাদ সম্মেলনের খবরটি। আরও ছিল চট্টগ্রামে বিআরটিসির চারটি বাসে আগুন দিতে এক লেগুনাচালকের চুক্তিবদ্ধ হওয়ার খবরটি। এ ছাড়া আন্তর্জাতিক, রাজনীতি, ক্রীড়া ও বিনোদনের নানা খবর আছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

চার দফা না মানলে আট দফা নিয়ে কথা বলার সুযোগ নেই

কোটা আন্দোলনকারীদের সংবাদ সম্মেলনে নিখোঁজ আসিফ মাহমুদের সন্ধান দাবি করেন তাঁর বাবা বিল্লাল হোসেন (বাঁয়ে)। তাঁর কথা শুনে কেঁদে ফেলেন সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। পাশে ছিলেন সমন্বয়ক নাহিদ ইসলাম ও সারজিস আলম। গতকাল বিকেলে ডিআরইউতে।
ছবি: দীপু মালাকার

চার দফা ‘জরুরি দাবি’ পূরণে সরকারকে আরও দুই দিন সময় বেঁধে (আলটিমেটাম) দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা। তাঁরা বলছেন, চার দফা পূরণ হলেই কেবল তাঁদের মূল আট দফা দাবি নিয়ে আলোচনার পথ তৈরি হবে। কিন্তু সরকার চার দফা না মানলে আট দফা দাবি নিয়ে কথা বলার কোনো সুযোগ নেই। বিস্তারিত পড়ুন...

চট্টগ্রামে বাসে আগুন দিতে ৪ লাখ টাকায় চুক্তি, শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

লেগুনাচালক সোহেল রানা
ছবি: প্রথম আলো

আদালত সূত্র জানায়, জবানবন্দিতে সোহেল বলেন, শ্রমিক লীগ নেতা দিদারুলের নির্দেশে বিআরটিসি বাসে আগুন দেন তিনি। তাঁকে চার লাখ টাকা দেওয়ার কথা ছিল। অগ্রিম হিসেবে পান ৫০০ টাকা। বিস্তারিত পড়ুন...

নেপালে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১৮ জন নিহত, পাইলট জীবিত উদ্ধার

বিধ্বস্ত উড়োজাহাজটিতে ১৯ জন আরোহী ছিলেন। কাঠমান্ডু, নেপাল, ২৪ জুলাই ২০২৪
ছবি: এএফপি

নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে আজ বুধবার উড্ডয়নের সময় একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। এতে উড়োজাহাজের ১৯ আরোহীর মধ্যে ১৮ জন নিহত হয়েছেন। নেপালের বিভিন্ন সংবাদমাধ্যম ও বিমানবন্দরের কর্মকর্তা সূত্র এ তথ্য জানিয়েছে। বিস্তারিত পড়ুন...

এমন মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারিনি: আবুল হায়াত

আবুল হায়াত
প্রথম আলো

দুই সপ্তাহের বেশি সময় ধরে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করছেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর মধ্যে এই আন্দোলন ঘিরে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের মৃত্যুর ঘটনাও ঘটেছে। কোটা সংস্কার আন্দোলনের চলমান পরিস্থিতি নিয়ে গত শুক্রবার কথা হয় নাট্যজন আবুল হায়াতের সঙ্গে। প্রতিক্রিয়া প্রথম আলোর পাঠকদের জন্য তুলে ধরা হলো। বিস্তারিত পড়ুন...

অ্যানালগ বাংলাদেশ থেকে বলছি

সাম্প্রতিক সংঘাতে পুলিশের অ্যাকশন
ছবি: শুভ্রকান্তি দাশ

১৭ জুলাই ২০২৪ বুধবার রাতে মোবাইল ফোনের ইন্টারনেট সংযোগ বন্ধ হয়ে যায়। বৃহস্পতিবার, ১৮ জুলাই, বন্ধ হয় ব্রডব্যান্ডও। কেন বন্ধ হয়েছে, সবাই জানেন। সরকারের মন্ত্রী ইন্টারনেট বন্ধ হওয়ার জন্য অগ্নিসন্ত্রাসীদের দায়ী করেছেন। কারিগরি অক্ষমতার কথা বলেছেন। বিস্তারিত পড়ুন...