শুভ সকাল। আজ ২৮ জানুয়ারি, মঙ্গলবার। গতকাল সোমবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।
ঢাকার বড় সাতটি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধীন থাকছে না। এই কলেজগুলোকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সম্মানজনক পৃথক্করণের বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। ২০২৪-২৫ সেশন থেকে সরকারি সাত কলেজের শিক্ষার্থীদের আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীন ভর্তি করা হবে না। বিস্তারিত পড়ুন...
চট্টগ্রামের পটিয়ার আজিমপুরে প্রায় ৫০ একর জমির ওপর বিলাসবহুল বাংলোবাড়ি নির্মাণকাজ শুরু করেছিলেন এস আলম। সরকার পতনের পর এক মাস পর্যন্ত এর নির্মাণকাজ চলছিল। এরপর তা বন্ধ হয়ে যায়। সেখানে এস আলমের সাত ভাইয়ের জন্য সাতটি বাড়ির মূল কাঠামো তৈরি হয়ে গেছে। পাশাপাশি প্রতিটি বাড়ির সঙ্গে লাগোয়া লেকের জন্যও কাঠামো প্রস্তুত হয়েছে। তাঁদের চারটি বাড়ি সরেজমিন পরিদর্শনে ও স্থানীয় মানুষের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে। বিস্তারিত পড়ুন...
আরব শাসকেরা বহু বছর ধরে এ আন্দোলনকে দমন করার চেষ্টা করেছেন। কিন্তু প্রশ্ন হলো এটি এখনো কেন শেষ হয়নি? এটিকে ধ্বংস বা প্রতিস্থাপন করতে কি সব রকম উপায় ব্যবহার করা হয়নি? কঠোর দমন, সেনাবাহিনীর ব্যবহার, রাজনৈতিক চালবাজি—সবকিছু করেও কেন এটিকে থামানো যায়নি? বিস্তারিত পড়ুন...
সাধারণ আর দশটা খুনের মতোই শুরুর দিকে মনে হচ্ছিল। কিন্তু ধীরে ধীরে যখন সেই খুনের জট খুলতে থাকে, সেটা তৎকালীন ব্রিটিশরাজকে কাঁপিয়ে তুলেছিল। ১০০ বছর আগের এই হত্যাকাণ্ড নিয়ে তখন তুমুল হইচই পড়ে গিয়েছিল। ১৯২৫ সালের ১২ জানুয়ারি উপনিবেশিক ভারতের বোম্বের (বর্তমান মুম্বাই) জমজমাট এক শহরতলিতে গাড়ি থেকে টেনেহিঁচড়ে নামিয়ে এক ব্যক্তিকে গুলি করা হয়। আর তাঁর সঙ্গে থাকা নারীর মুখমণ্ডলে ধারালো অস্ত্র দিয়ে পোচ দেওয়া হয়। বিস্তারিত পড়ুন...
বাংলাদেশ দলের সপ্তম স্থান নিশ্চিত হয়েছে পাকিস্তান–ওয়েস্ট ইন্ডিজের দুই ম্যাচের টেস্ট সিরিজ ১–১ সমতায় শেষ হওয়ায়। গত ১০ দিনে মুলতানে দুটি টেস্ট খেলেছে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। প্রথমটিতে শান মাসুদরা জিতেছেন ১২৭ রানে, আজ শেষ হওয়া দ্বিতীয় টেস্টে ক্রেইগ ব্রাফেটদের জয় ১২০ রানে। বিস্তারিত পড়ুন...