সকালেই পড়ুন আলোচিত ৫ খবর

আজ ২৬ মার্চ, বুধবার। গতকাল মঙ্গলবার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন আলোচিত পাঁচ খবর-বিশ্লেষণ।

গাড়িবহর নিয়ে তাসনিম জারার চিঠির জবাব দিলেন সারজিস

সারজিস আলমের শতাধিক গাড়ির বহর নিয়ে পঞ্চগড়ে নিজের এলাকায় যাওয়া ঘিরে যেসব প্রশ্ন উঠেছে, সেগুলোর ব্যাখ্যা চেয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন তাঁর দলের নেতা তাসনিম জারা। জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা এ পোস্ট দেওয়ার প্রায় দুই ঘণ্টার মাথায় জবাব দিয়েছেন সারজিস আলম। বিস্তারিত পড়ুন...

যারা ১০০ গাড়ি নিয়ে ইলেকশন ক্যাম্পেইন করতে যায়, তারা কী করবে, সেটা আমরা ভালো বুঝি: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনের আলোচনা সভায়
ছবি: শুভ্র কান্তি দাশ

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘যারা ১০০ গাড়ি নিয়ে ইলেকশন ক্যাম্পেইন (নির্বাচনী প্রচারাভিযান) করতে যায়, তারা কী করবে, সেটা আমরা ভালো বুঝি।’ আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় মির্জা ফখরুল এ কথা বলেন। বিস্তারিত পড়ুন...

শোডাউন আর গাড়িবহরের রাজনীতিই কি চলবে

রাজনৈতিক দল এনসিপি গঠনের পর প্রথমবারের মতো নিজ জেলা পঞ্চগড়ে গেলেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম।
ছবি: প্রথম আলো

চব্বিশের গণ-অভ্যুত্থানের পর থেকে জোরেশোরেই ওঠে নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা। নতুন রাজনৈতিক বন্দোবস্তের মানেই তো আমরা পুরোনো রাজনীতিতে আর ফিরে যাব না। পুরোনো রাজনীতি মানে কী? রাজনৈতিক দলের ভেতরে নামকাওয়াস্তে গণতন্ত্রের চর্চা, দলের খরচে চাঁদাবাজি সংস্কৃতি, এলাকায় এলাকায় দলীয় প্রভাব জারি রাখতে বিবিধ ক্ষমতাচর্চা, নিজেদের ভেতরে দলাদলি ও প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার প্রবণতা—এসবই তো নাকি? বিস্তারিত পড়ুন...

‘মা নায়িকা, সন্তান কী ভাববে’, বর্ষার মন্তব্যের জবাব দিলেন দীপা

সিনেমা দিয়েই পরিচিতি পেয়েছেন নায়িকা বর্ষা। সম্প্রতি সেই সিনেমা ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি। এই অভিনেত্রী মনে করেন, তাঁর সন্তানেরা এখন বড় হচ্ছে। বড় হয়ে মাকে নায়িকা হিসেবে পর্দায় দেখলে নায়িকা পরিচয় কীভাবে নেবে, এমন চিন্তা থেকেই অভিনয় থেকে দূরে সরার ঘোষণা দিয়েছেন তিনি। সেই বক্তব্য নিয়ে মন্তব্য করেছেন আরেক অভিনেত্রী দীপা খন্দকার। বিস্তারিত পড়ুন...

প্রথম ম্যাচে কেমন খেললেন হামজা

ভারতের লিস্টন কোলাচোর সঙ্গে বল দখলের লড়াই বাংলাদেশের হামজা চৌধুরীর
এআইএফএফ

সুনীল ছেত্রী কতটা ভয়ংকর, অন্তত বাংলাদেশের কোচ হাভিয়ের কাবরেরা ভালো করেই জানেন। সেটা বোধ হয় মাঠে নামার আগে হামজা চৌধুরীকে ভালোভাবে বুঝিয়ে বলেছেন কোচ। হামজাও পুরো ৯০ মিনিট অক্ষরে অক্ষরে পালন করেছেন নিজের দায়িত্ব। ম্যাচের পুরো সময় ভারতের এই অভিজ্ঞ ফরোয়ার্ডকে বোতলবন্দী রাখার পাশাপাশি পুরো মাঠেই খেলেছেন হামজা। বিস্তারিত পড়ুন...