১৮ ডিসেম্বর থেকে নির্বাচনে বাধা হতে পারে, এমন কর্মসূচিতে নিষেধাজ্ঞা
১৮ ডিসেম্বর থেকে ভোট গ্রহণ শেষ হওয়ার আগপর্যন্ত নির্বাচনী কাজে বাধা হতে পারে, এমন রাজনৈতিক কর্মসূচির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।
নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনার পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার এ নিষেধাজ্ঞা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। এতে বলা হয়, ১৮ ডিসেম্বর থেকে ভোট গ্রহণ শেষ হওয়ার আগপর্যন্ত নির্বাচনী প্রচার–প্রচারণা ছাড়া নির্বাচনী কাজে বাধা হতে পারে বা ভোটাররা ভোট দেওয়ায় নিরুৎসাহিত হতে পারেন, এমন কোনো প্রকার সভা, সমাবেশ বা অন্য কোনো প্রকার রাজনৈতিক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা থেকে সবাইকে বিরত রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।
এর আগে গত মঙ্গলবার ইসি জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিবের কাছে লেখা চিঠিতে এমন ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছিল। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বুধবার পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) এ–সংক্রান্ত নির্দেশনা দিয়েছিল।