ভারত থেকে আরও এল সাড়ে ৯ হাজার মেট্রিক টন চাল
চুক্তি সম্পাদনের আড়াই মাস পর ভারত থেকে সাড়ে ৯ হাজার মেট্রিক টন সেদ্ধ চাল বাংলাদেশে এসেছে। এমভি ইয়াং শেং ১৫১ নামের জাহাজটি এই চাল নিয়ে গতকাল বুধবার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে এসে পৌঁছায়।
আজ বৃহস্পতিবার সকালে জাহাজ থেকে চাল খালাস শুরু হয়েছে বলে খাদ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছরের ১৫ জানুয়ারি আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের চুক্তি অনুযায়ী ভারতের সঙ্গে চাল আমদানির চুক্তি হয়। এ চুক্তি অনুযায়ী, ৯টি ধাপে মোট ৪ লাখ ৫০ হাজার মেট্রিক টন চাল আসবে বাংলাদেশে। এর মধ্যে পঞ্চম ধাপে সাড়ে ৯ হাজার মেট্রিক টন চাল এসেছে। এ নিয়ে ২ লাখ ৯৭ হাজার ২৬৯ টন বাংলাদেশে এসে পৌঁছেছে।
ইতিমধ্যে চালের নমুনা পরীক্ষা শেষ হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।