ডেমরায় বাসা থেকে এক নারীর মরদেহ উদ্ধার

লাশপ্রতীকী ছবি

রাজধানীর ডেমরা এলাকা থেকে মাহফুজা আক্তার (৪৮) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মাহফুজার মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।

প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ডেমরা থানার উপপরিদর্শক (এসআই) শাহ আলম।

পুলিশ কর্মকর্তা শাহ আলম প্রথম আলোকে বলেন, ডেমরার বাঁশেরপুলের একটি বাসা থেকে মাহফুজা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের আগে মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি খুন হয়েছেন।

মাহফুজা আক্তারের ছোট বোন মাকসুদা হক দাবি করেন, ১০ বছর আগে তাঁর বোনের স্বামী মারা যান। মারা যাওয়ার আগে ডেমরার বাড়িটি লিখে দিয়ে যান তাঁর ভগ্নিপতি। তাঁর বোন ডেমরার ওই বাড়িতে থাকতেন। এ নিয়ে শ্বশুরবাড়ির লোকজনের ক্ষোভ ছিল। এর বিরোধের জের ধরে তাঁর বোনকে হত্যা করা হয়েছে বলে দাবি করেন মাকসুদা।