গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের মামলায় হাসিনার সঙ্গে আসামি হলেন সাবেক আইজিপি মামুন
জুলাই গণ-অভ্যুত্থানে গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া মামলায় আসামি হিসেবে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে আজ রোববার এই আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
গত বছরের ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর ট্রাইব্যুনাল পুনর্গঠন হলে প্রথম মামলাটি হয় শেখ হাসিনার বিরুদ্ধে। মামলায় তাঁর বিরুদ্ধে গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়েছে। এত দিন এই মামলার একমাত্র আসামি ছিলেন শেখ হাসিনা। এখন তাঁর সঙ্গে এই মামলায় আসামি হিসেবে চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে যুক্ত করা হলো।
শুনানি শেষে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সাংবাদিকদের বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থানে গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে একটা মামলা আছে। সেই মামলায় তিনি একাই আসামি ছিলেন। আজকে তাঁর সঙ্গে আসামি হিসেবে চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে যুক্ত করে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করা হয়েছিল। সেই আবেদন মঞ্জুর হয়েছে। ফলে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন এই মামলায় শেখ হাসিনার সঙ্গে সহ-আসামি হিসেবে অন্তর্ভুক্ত হলেন।
মামলায় ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে এক দিন জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি দেওয়া হয়েছে বলে জানান তাজুল ইসলাম।
শুনানির সময় ট্রাইব্যুনালে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন উপস্থিত ছিলেন।
তাজুল ইসলাম বলেন, তাঁরা দেখেছেন, শেখ হাসিনার যে কমান্ড রেসপনসিবিলিটি, তার সবকিছু বাস্তবায়নের ডানহাত ছিলেন তৎকালীন আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। সে কারণে তাঁরা কৌশলগত কারণে তাঁকে এই মামলায় অন্তর্ভুক্ত করেছেন।
তাজুল ইসলাম জানান, চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের মুঠোফোন এখন পর্যন্ত পাওয়া যায়নি। এ বিষয়ে অনুসন্ধান চলছে।
শাইখ আশহাবুল ইয়ামিনসহ গণ-অভ্যুত্থানের সময় সাভার এলাকায় যে গণহত্যা হয়েছিল, সেই ঘটনার মামলায় সাভার এলাকার আওয়ামী লীগের আরও তিন নেতাকে হাজির করার জন্য আজ নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
তাজুল ইসলাম জানান, এ ছাড়া ট্রাইব্যুনালের পুরোনো একটি মামলার শুনানি আগামী ১৮ মে নির্ধারণ করা হয়েছে।