ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্রথম আলো সম্পাদকের জামিন

ঢাকার মহানগর দায়রা জজ আদালত
ফাইল ছবি

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান। ঢাকার মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল বিন আতিক আজ বুধবার এই আদেশ দেন।

এসব তথ্য জানান প্রথম আলো সম্পাদকের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার। তিনি বলেন, উচ্চ আদালত প্রথম আলো সম্পাদকের আগাম জামিন মঞ্জুর করার পর আদেশ অনুযায়ী তিনি গত ৩ মে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে জামিননামা দাখিল করেন। প্রথম আলো সম্পাদক আদালতের প্রতি শ্রদ্ধাশীল। জামিনের শর্ত ভঙ্গ করেননি।

প্রশান্ত কুমার কর্মকার আরও বলেন, শুনানি নিয়ে আদালত প্রথম আলো সম্পাদকের জামিন মঞ্জুর করেন।

আদালতে প্রথম আলো সম্পাদকের পক্ষে আরও উপস্থিত ছিলেন আইনজীবী সুমন কুমার রায় ও বাহাউদ্দিন আল ইমরান। রাষ্ট্রপক্ষে ছিলেন ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল।

প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও নিজস্ব প্রতিবেদক (সাভারে কর্মরত) শামসুজ্জামানের বিরুদ্ধে গত ২৯ মার্চ মধ্যরাতে রাজধানীর রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাটি করেন আইনজীবী আবদুল মালেক (মশিউর মালেক)।

এ মামলায় গত ২ এপ্রিল হাইকোর্ট প্রথম আলো সম্পাদকের ছয় সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেন।

একই মামলায় গ্রেপ্তার হয়ে কয়েক দিন কারাগারে থাকার পর জামিন পান প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান।

প্রথম আলো অনলাইনে গত ২৬ মার্চ একটি প্রতিবেদন ফেসবুকে প্রকাশের সময় ‘গ্রাফিক কার্ড’ তৈরি করা হয়। সেই কার্ড নিয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে দুটি মামলা হয়। ঢাকার তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে অন্য মামলাটি করেন সৈয়দ মো. গোলাম কিবরিয়া।