বিএনপির বগুড়ার দুই নেতার সন্ধান জানতে রিট

হাইকোর্টফাইল ছবি

বগুড়ার কাহালু উপজেলা বিএনপির সহদপ্তর সম্পাদক আনোয়ার হোসেন ওরফে হৃদয় এবং উপজেলার বীরকেদার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেনের সন্ধান জানতে পৃথক রিট করা হয়েছে। ওই দুই নেতার পরিবারের সদস্য আজ মঙ্গলবার পৃথক দুটি রিট করেন।

বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান ও বিচারপতি মো. বশির উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে ওই রিটের ওপর আগামীকাল বুধবার শুনানির দিন ধার্য রয়েছে।
সংশ্লিষ্ট শাখায় পৃথক রিট করার পর আজ হাইকোর্টের ওই বেঞ্চে তা জমা দেন তাঁদের আইনজীবীরা। রিটের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী, আইনজীবী কায়সার কামাল ও মো. মাকসুদ উল্লাহ।

পরে আইনজীবী কায়সার কামাল প্রথম আলোকে বলেন, বিএনপি নেতা আনোয়ার হোসেন ও দেলোয়ার হোসেনকে ১৪ ডিসেম্বর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে তুলে নিয়ে যায় বলে দাবি তাঁদের পরিবারের। এরপর পরিবারের সদস্যরা স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে যোগাযোগ করেন ও সাধারণ ডায়েরি (জিডি) করেন। তবে আজ ২৬ ডিসেম্বর পর্যন্ত তাঁদের আদালতে উপস্থাপন করা হয়নি। তাঁদের বিরুদ্ধে কোনো মামলাও ছিল না। তাঁদের সন্ধান চেয়ে পরিবারের সদস্য পৃথক রিট করেছেন। আদালত রিট শুনানির জন্য বুধবার দিন ধার্য করেছেন।