প্রথম আলো-ডেইলি স্টারের সামনে বিক্ষোভ ও প্রথম আলোর রাজশাহী কার্যালয়ে হামলার দ্রুত তদন্ত চায় সিপিজে

সিপিজেছবি: সিপিজের ওয়েবসাইট থেকে নেওয়া

প্রথম আলো ও দ্য ডেইলি স্টার পত্রিকার প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ এবং প্রথম আলোর রাজশাহী কার্যালয়ে হামলার ঘটনার দ্রুত তদন্তের আহ্বান জানিয়েছে কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। সাংবাদিকদের অধিকার রক্ষায় সোচ্চার বৈশ্বিক সংগঠনটি আজ মঙ্গলবার এ আহ্বান জানিয়েছে।

সিপিজের (এশিয়া) এক্স হ্যান্ডলে এক পোস্টে বলা হয়েছে, ‘বাংলাদেশের দুই সংবাদপত্র প্রথম আলো ও ডেইলি স্টারের কর্মীদের বিরুদ্ধে সহিংসতার হুমকির ঘটনা দ্রুত তদন্তের আহ্বান জানাচ্ছে সিপিজে। পাশাপাশি (গতকাল) সোমবার রাজশাহীতে প্রথম আলো কার্যালয়ে ভাঙচুরের দ্রুত তদন্তের আহ্বান জানানো হচ্ছে।’

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কভিত্তিক সংগঠনটি আরও বলেছে, ‘শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করার অধিকারকে যেমন সুরক্ষিত রাখতে হবে, তেমনি সাংবাদিকেরা অবশ্যই তাঁদের কাজের জন্য সহিংসতা ও ভীতি প্রদর্শনের মুখোমুখি হবেন না, সেটা নিশ্চিত করতে হবে।’

সিপিজের পোস্টের সঙ্গে বাংলাদেশি জার্নালিস্ট ইন ইন্টারন্যাশনাল মিডিয়া (বিজেআইএম) নামে একটি সংগঠনের বিবৃতি জুড়ে দেওয়া হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের এ সংগঠন ওই বিবৃতিতে প্রথম আলো ও ডেইলি স্টারের ঢাকা ও চট্টগ্রাম কার্যালয়ের সামনে বিক্ষোভের ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে। প্রথম আলো ও ডেইলি স্টারে কর্মরত সাংবাদিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিয়ে বিজেআইএম বিশেষভাবে উদ্বিগ্ন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে কিছুদিন ধরে প্রথম আলোর বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য ও অপপ্রচার চালাচ্ছিল একটি চক্র। গত ২৫ অক্টোবর এদের একটি অংশ প্রথম আলোসহ আরও কয়েকটি গণমাধ্যমের কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা দেয়। তবে ব্যাপক সমালোচনা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শক্ত অবস্থানের কারণে সেদিন তারা জড়ো হয়নি। গত বৃহস্পতিবার এবং পরে শনি ও রোববার তারা রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সামনে জড়ো হয়ে রাস্তা বন্ধ করে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে। রোববার সন্ধ্যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পরিস্থিতি সামাল দিতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

গতকাল সোমবারও রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ের সামনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেন একদল লোক। একই দিন রাজশাহী ও বগুড়ায় প্রথম আলোর কার্যালয়ে হামলা করে সাইনবোর্ড ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া চট্টগ্রাম, সিলেট, বরিশাল, চাঁদপুর, মুন্সিগঞ্জ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ এবং প্রথম আলোর কর্মীদের হুমকি ও বিষোদ্‌গার করা হয়।