সন্ধ্যায় সারা দিনের খবর

শুভ সন্ধ্যা। আজ মঙ্গলবার। সারা দিনে হয়তো প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ আপনার চোখ এড়িয়ে গেছে। আলোচিত সংবাদগুলোর মধ্যে ছিল আগামীকাল থেকে সব অফিস স্বাভাবিক সময়ে চলবে এই খবরটি। এ ছাড়া আন্তর্জাতিক, রাজনীতি, ক্রীড়া ও বিনোদনের নানা খবর আছে। সন্ধ্যার অবসরে চোখ বুলিয়ে নিন প্রথম আলোয় প্রকাশিত আলোচিত পাঁচ খবরে।

আগামীকাল থেকে সব অফিস স্বাভাবিক সময়ে চলবে: জনপ্রশাসন মন্ত্রণালয়

কোটা আন্দোলনকে ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে কয়েক দিন বন্ধ এবং আরও কয়েক দিন সীমিত সময় অফিস চলার পর আগামীকাল বুধবার থেকে আবারও স্বাভাবিক সময়ের মতো অফিস চলবে। আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। বিস্তারিত পড়ুন...

এসব মৃত্যু আমাদের সবার জন্যই দুঃখজনক: হাইকোর্ট

হাইকোর্ট ভবন
ফাইল ছবি

‘এসব মৃত্যু আমাদের সবার জন্যই দুঃখজনক’ বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 'কথিত আটক' ছয় সমন্বয়ককে মুক্তি দিতে ও গুলি ছোড়া বন্ধে নির্দেশনা চেয়ে করা রিটের শুনানিতে আজ মঙ্গলবার আদালত এই মন্তব্য করেন। বিস্তারিত পড়ুন...

কোটা সংস্কার, নাকি বৈষম্যবিরোধী আন্দোলন

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘর্ষে দুই শতাধিক মানুষের প্রাণহানির প্রতিবাদে সমাবেশ করেন সংস্কৃতিকর্মীরা
ছবি: প্রথম আলো

কোটা নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক নাম ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’। ‘বৈষম্যবিরোধী’ কথাটা বেশ তাৎপর্যপূর্ণ। দেশে যখন এত এত খাতে বৈষম্য তৈরি হয়েছে, ‘বৈষম্যবিরোধী আন্দোলন’ সংগত কারণেই সরকারকে চিন্তায় ফেলেছে। বিস্তারিত পড়ুন...

গায়ক জুয়েল মারা গেছেন

হাসান আবিদুর রেজা জুয়েল
ছবি: সংগৃহীত

১৩ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও টেলিভিশন অনুষ্ঠান নির্মাতা হাসান আবিদুর রেজা জুয়েল। শেষ পর্যন্ত ফেরানো গেল না সংগীতশিল্পী জুয়েলকে। আজ মঙ্গলবার বেলা ১১টা ৩৫ মিনিটে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা গেছেন একসময়ের জনপ্রিয় সংগীতশিল্পী, উপস্থাপক হাসান আবিদুর রেজা জুয়েল (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিস্তারিত পড়ুন...

‘পরশপাথর’ আলভারেজে আর্জেন্টিনার সোনালি স্বপ্ন

আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ
এএফপি

হুলিয়ান আলভারেজের প্রতিভা নিয়ে কারও মনে সন্দেহ থাকার কথা নয়। কিন্তু আলভারেজ তো শুধু প্রতিভাবান নন, সৌভাগ্যের পরশপাথরও! ফুটবল ক্যারিয়ারে যাঁদের অপ্রাপ্তির শেষ নেই, যাঁদের শিরোপা-খরা কিছুতেই ঘুচছে না, তাঁরা ম্যানচেস্টার সিটির এই আর্জেন্টাইন ফরোয়ার্ডের সঙ্গে কপাল ঘষতে পারেন। বিস্তারিত পড়ুন...