ডাকসুর গঠনতন্ত্র সংশোধনে প্রস্তাব দিল ছাত্র ফেডারেশন

সংবাদ সম্মেলনে ডাকসুর গঠনতন্ত্র সংশোধন বিষয়ে প্রস্তাব তুল ধরছেন ছাত্র ফেডারেশনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে, ১৯ জানুয়ারি ২০২৫ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) গঠনতন্ত্রের সংশোধন নিয়ে নিজেদের প্রস্তাব তুলে ধরেছে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের বিশ্ববিদ্যালয় শাখা। রোববার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে সংবাদ সম্মেলনে ছাত্র সংগঠনটির নেতারা প্রস্তাবগুলো তুলে ধরেন। তাঁরা সংস্কার শেষে দ্রুত ডাকসু নির্বাচনের দাবি জানিয়েছেন।

ডাকসুর গঠনতন্ত্র সংশোধনের জন্য ছাত্র ফেডারেশন ১৮টি প্রস্তাব দিয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত শিক্ষার্থী প্রতিনিধিকে দায়িত্ব দিতে প্রস্তাব করা হয়েছে। এ ক্ষেত্রে বয়সের বাধা উঠিয়ে দিতে সুপারিশ করা হয়েছে। বর্তমান নিয়ম অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাকসুর সভাপতি হন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ফেডারেশনের আহ্বায়ক আরমানুল হকের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ছাত্রসংগঠনটির সম্পাদক (সদস্যসচিব) সাকিবুর রনি, সদস্য সীমা আক্তার, সদস্য হাসিবুর রহমান ও সদস্য সিদরাতুল মুনতাহা ওহী।

আরও পড়ুন