সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজে ১৬তম জাতীয় বিজ্ঞান উৎসব শুরু

সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজে শুরু হয়েছে তিন দিনব্যাপী ১৬তম জাতীয় বিজ্ঞান উৎসব। উৎসবে অংশ নেওয়া শিক্ষার্থীদের একটি প্রজেক্ট পরিদর্শন করেন অতিথিরা। ঢাকা, ২০ ফেব্রুয়ারিছবি: জিয়া ইসলাম

‘আজকের উদ্ভাবন আগামীর সুরক্ষা’ প্রতিপাদ্য নিয়ে রাজধানীর লক্ষ্মীবাজারে সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজে শুরু হয়েছে তিন দিনব্যাপী ১৬তম জাতীয় বিজ্ঞান উৎসব। এবারের উৎসবে ৩৫টি স্কুল ও কলেজের শিক্ষার্থীরা যোগ দিয়েছে। শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলার লক্ষ্যে প্রতিষ্ঠানটির গ্রেগরিয়ান সায়েন্স ক্লাব এ আয়োজন করেছে।

আজ বৃহস্পতিবার বিকেলে সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজে ৬৮তম এসজিএইচএসসি বার্ষিক ও ১৬তম জাতীয় বিজ্ঞান উৎসব শুরু হয়। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ হলিক্রস ব্রাদার্স–এর সেন্ট জোসেফ প্রভিন্সের প্রভিন্সিয়াল সুপিরিয়র ব্রাদার রিপন জেমস গমেজ। বিশেষ অতিথি ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান এ কে এম লুৎফর রহমান।

অনুষ্ঠানের সভাপতি ও সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ব্রাদার প্লাসিড পিটার রিবেরু বলেন, সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান ক্লাব শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলার কাজ করছে। বিশ্বমানের বিজ্ঞানী, গবেষক ও উদ্ভাবক তৈরি করা এর উদ্দেশ্য।

সেন্ট গ্রেগরী স্কুল কর্তৃপক্ষ ১৯৬০ সালে প্রথম বিজ্ঞান উৎসব শুরু করে। বিজ্ঞান উৎসব, স্কাউট, বাস্কেটবলের সূতিকাগার এই বিদ্যাপীঠের বিজ্ঞান মেলা আয়োজন এক বিশাল মহোৎসব, যেন বিজ্ঞানভিত্তিক জ্ঞানচর্চার এক বিশাল দিগন্ত।

খুদে শিক্ষার্থীকে প্রজেক্ট সম্পর্কে ধারণা দেওয়া চলছে
ছবি: জিয়া ইসলাম

তিন দিনব্যাপী বার্ষিক বিজ্ঞান উৎসবে শিক্ষার্থীরা পাঁচটি গ্রুপে অংশ নেবে। উৎসবে রয়েছে—অলিম্পিয়াড, দুই ক্যাটাগরির সায়েন্স প্রজেক্ট, বিজ্ঞানভিত্তিক ওয়াল ম্যাগাজিন প্রতিযোগিতা, গেম ইভেন্ট: হান্ট দ্য পিরিয়ডিক টেবিল এবং মিউজিয়াম স্পেসিমেন্ট আইডেন্টিফিকেশন।

উৎসবে তৃতীয়-চতুর্থ শ্রেণির জন্য কিডস গ্রুপ, পঞ্চম-ষষ্ঠ শ্রেণির জন্য জুনিয়র গ্রুপ, সপ্তম-অষ্টম শ্রেণির জন্য ইন্টারমিডিয়েট গ্রুপ, নবম-দশম শ্রেণির জন্য সিনিয়র গ্রুপ এবং একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য কলেজ গ্রুপ রয়েছে।

শুক্রবার শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে উৎসব বন্ধ থাকবে। পরদিন শনিবার উৎসবের দ্বিতীয় দিন হবে বিজ্ঞান মেলার প্রজেক্ট প্রদর্শনী। প্রজেক্টগুলো মূল্যায়ন করবেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০ জন শিক্ষক। শেষ দিন রোববার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে এই বিজ্ঞান আয়োজন।

এবারের উৎসবের প্রধান পৃষ্ঠপোষক মালটিফ্যাবস লিমিটেড, সহযোগী পৃষ্ঠপোষক লেকচার পাবলিকেশন্স লিমিটেড এবং মিডিয়া পার্টনার যমুনা টেলিভিশন ও বিজ্ঞানচিন্তা।