মিরপুরে চাঁদাবাজির অভিযোগে ২ জন গ্রেপ্তার
জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে ফোন পেয়ে রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার মধ্যরাতে নগরের পীরেরবাগ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে একটি চায়নিজ কুড়াল ও দুটি ছুরি উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নাজমুল হাসান (৩১) ও বিল্লাল প্রধান (৩৫)।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মো. সাজ্জাদ রোমন আজ মঙ্গলবার প্রথম আলোকে বলেন, গতকাল জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে মিরপুর থানায় ফোন করে জানানো হয়, চাঁদাবাজেরা উত্তর পীরেরবাগে মুন্সিবাড়ি এলাকার একটি বাড়ির দ্বিতীয় তলার বাসিন্দা আলমগীর হোসেনের কাছে এক লাখ টাকা চাঁদা চেয়েছেন। চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীরা তাঁকে মারধর করে মানিব্যাগ থেকে ১১ হাজার টাকা ও একটি মুঠোফোন ছিনিয়ে নেয়। এ সময় তাঁকে ভয়ভীতিও দেখানো হয়।
সাজ্জাদ রোমন বলেন, ৯৯৯–এ পাওয়া অভিযোগের ভিত্তিতে মিরপুর থানার পুলিশ সেখানে যায়। তারা তথ্যপ্রযুক্তির মাধ্যমে সন্ত্রাসীদের অবস্থান নিশ্চিত হয়ে গতকাল রাত দেড়টার দিকে উত্তর পীরেরবাগে মুন্সিবাড়ি এলাকায় আসামি নাজমুল হাসানের বাসায় অভিযান চালিয়ে তাঁকে ও তাঁর সহযোগী বিল্লাল প্রধানকে গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে একটি চায়নিজ কুড়াল ও দুটি ছুরি উদ্ধার করা হয়। পুলিশ সন্দেহভাজন চাঁদাবাজদের কাছ থেকে তিনটি মুঠোফোন ও এক হাজার টাকা উদ্ধার করেছে।
পুলিশ কর্মকর্তা বলেন, এ ঘটনায় ভুক্তভোগী আলমগীর হোসেন বাদী হয়ে মিরপুর মডেল থানায় চাঁদাবাজির অভিযোগে মামলা করেছেন। সন্দেহভাজন চাঁদাবাজদের সাত দিনের রিমান্ডের আবেদন জানিয়ে আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পাঠানো হয়েছে।